বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।
বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
৭ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১০ ঘণ্টা আগে