বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।
বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।
গত এক দশকে ইউটিউব শুধু বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে নয়; বরং স্বাধীনভাবে কাজ করার একটি বড় মাধ্যম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য তরুণ-তরুণী ও সৃজনশীল মানুষ এখানে নিজেদের ভাবনা, দক্ষতা ও জ্ঞান ছড়িয়ে দিয়ে আয় করার পথ গড়ে তুলেছেন।
২ ঘণ্টা আগেসম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ভারতীয় অর্থনীতি।
১৬ ঘণ্টা আগেচীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এক হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছে। ‘শুয়েবা ০১’ নামের এই রোবট সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছে।
১৮ ঘণ্টা আগেজেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা মেটাতে বিশাল অবকাঠামো নির্মাণে ব্যয় সামলাতে এবার বাইরের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে চাচ্ছে মেটা। এই পরিকল্পনার অংশ হিসেবে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের ডেটা সেন্টারের সম্পদ বিক্রির পরিকল্পনা করেছে কোম্পানি। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মেটার এক...
১ দিন আগে