‘গেছিলাম পোনা ধরতে, ঢেউয়ে টিকতে না পেরে ফিরে দেখি বাড়িঘর তলিয়ে গেছে’
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মোংলা বন্দরে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আজ বুধবারের দুপুরে পশুর নদীর পাড়ের কানাইনগর, চিলা, কলাতলা, সুন্দরতলা ও জয়মনির বাড়ি, ঘর, পুকুর পানিতে তলিয়ে গেছে।