‘না খাটলে মুখে ভাত ওঠে না, গরিবের আবার দিবস কিসের’
উপজেলার ভবানীপুর গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল হান্নান বলেন, ‘আমাদের আবার কিসের দিবস? এক দিন না খাটলে মুখে ভাত ওঠে না। প্রতি মাসে সংসার চালাতে হিমশিম খেতে হয়। এর মধ্যে ছেলেমেয়ের স্কুল, খাতা-কলম, ওষুধসহ বিভিন্ন খরচ আছে। গরিব মানুষের দিবস দিয়ে পেট চলে না।’