Ajker Patrika

পরীক্ষায় পাসের মিষ্টি নিয়ে গিয়েছিল নানাবাড়ি, ফেরার পথে ট্রাকচাপায় নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
পরীক্ষায় পাসের মিষ্টি নিয়ে গিয়েছিল নানাবাড়ি, ফেরার পথে ট্রাকচাপায় নিহত

এসএসসি পাসের মিষ্টি নিয়ে নানাবাড়ি গিয়েছিল মেহেরপুরের গাংনীর জান্নাতুজ্জামান চঞ্চল (১৬)। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। আজ সোমবার বিকেলে গাংনী-কাথুলী সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের কাছে ট্রাকচাপায় নিহত হয় সে।

নিহত জান্নাতুজ্জামান চঞ্চল উপজেলার চৌগাছা মোল্লাপাড়া গ্রামের রকিবুজ্জামানের ছেলে। সে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

নিহতের বন্ধু আলিফ হোসেন বলে, ‘ইজিবাইকে চড়ে আমরা নওপাড়া থেকে গাংনী ফিরছিলাম। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে অটোর চার যাত্রী। গুরুতর অবস্থায় চঞ্চলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থী মারা গেছে। মাথায় প্রচণ্ড আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত