Ajker Patrika

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ সংবাদদাতা
মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক চোরাকারবারি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাঙ্গারপাড় সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভাঙ্গারপাড় এলাকা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হয়ে ভারত প্রবেশ করে ১০-১২ জনের চোরাকারবারির দল।

এ সময় বিএসএফ সদস্যরা বাধা দিলে তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি করে। এতে গরু চোরাকারবারি উত্তর ভাঙ্গারপার গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। অন্য চোরাকারবারিরা তাঁকে বাড়িতে রেখে পালিয়ে যান। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ কে এম জাকারিয়া বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি প্রেরণের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ওই এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত