কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী অরিত্র হাসানের চার দিনেও সন্ধান মেলেনি। পঞ্চম দিনে আজ শনিবার সকাল থেকে তল্লাশি অভিযানে যুক্ত হয়েছে বিমানবাহিনী। সৈকতের বিভিন্ন এলাকায় বিমানবাহিনীর সদস্যরা ড্রোন উড়িয়ে অরিত্রের সন্ধান চালাচ্ছেন।
ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও সৈকতকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে মহেশখালীর সোনাদিয়া, বাঁকখালী নদীর মোহনা ও কুতুবদিয়া চ্যানেলে তল্লাশি চালানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শাহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, তল্লাশি অভিযানের পঞ্চম দিনে ড্রোন উড়িয়ে অরিত্রের সন্ধান চলছে। অরিত্র হাসানের উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কক্সবাজার সমুদ্র উপকূলের কুতুবদিয়া থেকে টেকনাফের নাফ নদীর মোহনা পর্যন্ত বিভিন্ন দলে ভাগ হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ-সংলগ্ন হিমছড়ি সৈকতে গোসল করার সময় দুই সহপাঠীসহ সাগরে ভেসে যান অরিত্র হাসান। ভেসে যাওয়ার আড়াই ঘণ্টার মধ্যে কে এম সাদমান রহমান সাবাব (২১) একই সৈকতে এবং পরদিন বুধবার সকালে ২৫ কিলোমিটার উত্তরে শহরের নাজিরারটেক শুঁটকি মহাল সৈকতে ভাসমান অবস্থায় আসিফ আহমেদের (২২) মরদেহ পাওয়া যায়। কিন্তু অরিত্র হাসানের পাঁচ দিনেও খোঁজ মেলেনি। গতকাল শুক্রবার সাগর উপকূলের কুতুবদিয়া থেকে টেকনাফের নাফ নদীর মোহনা পর্যন্ত ১৫০ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়।
ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতায় যুক্ত রয়েছেন জেলা প্রশাসনের বিচের কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম। আজ বিকেল ৫টার দিকে মহেশখালীর মাতারবাড়ী চ্যানেলে অভিযানে রয়েছেন জানিয়ে মাহবুব আলম বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও সৈকতকর্মীরা। সকাল থেকে মহেশখালীর সোনাদিয়া, বাঁকখালী নদীর মোহনা ও কুতুবদিয়া চ্যানেলে তল্লাশি চালানো হয়েছে।
মাহবুব আলম বলেন, প্রায় সময় সাগরে গোসলে নেমে নিখোঁজ ব্যক্তিদের দু-এক দিনের মধ্যে মরদেহ ভেসে ওঠে। কিন্তু অরিত্র হাসানের সন্ধান ৫ দিনেও মিলছে না। এরই মধ্যে কক্সবাজার উপকূলের সবখানে তল্লাশি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি উপকূলের মাছ ধরার ট্রলার ও জেলেদের এ বিষয়ে সহায়তার অনুরোধ করা হয়েছে।
অরিত্র হাসান বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের সাকিব হাসানের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তাঁর সহপাঠী আসিফ বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে এবং সাবাব ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
অরিত্রের বাবা সাকিব হাসান ঢাকার একটি ইংরেজি দৈনিকের জ্যেষ্ঠ সহসম্পাদক। সাগরে গোসল করতে নেমে ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর স্ত্রীকে নিয়ে তিনি কক্সবাজার আসেন। পাঁচ দিনেও একমাত্র সন্তানের সন্ধান না পেয়ে ভেঙে পড়ছেন তাঁরা। সাকিব হাসান বলেন, ‘আমার ছেলেটা খুব মেধাবী ছিল। অনেক যত্ন করে বড় করেছি। কিন্তু সব শেষ হয়ে গেল। তাঁর দুই বন্ধুর মরদেহ সৈকতে ভেসে এলেও আমার ছেলের খোঁজ এখনো পাইনি।’
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী অরিত্র হাসানের চার দিনেও সন্ধান মেলেনি। পঞ্চম দিনে আজ শনিবার সকাল থেকে তল্লাশি অভিযানে যুক্ত হয়েছে বিমানবাহিনী। সৈকতের বিভিন্ন এলাকায় বিমানবাহিনীর সদস্যরা ড্রোন উড়িয়ে অরিত্রের সন্ধান চালাচ্ছেন।
ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও সৈকতকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে মহেশখালীর সোনাদিয়া, বাঁকখালী নদীর মোহনা ও কুতুবদিয়া চ্যানেলে তল্লাশি চালানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শাহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, তল্লাশি অভিযানের পঞ্চম দিনে ড্রোন উড়িয়ে অরিত্রের সন্ধান চলছে। অরিত্র হাসানের উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কক্সবাজার সমুদ্র উপকূলের কুতুবদিয়া থেকে টেকনাফের নাফ নদীর মোহনা পর্যন্ত বিভিন্ন দলে ভাগ হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ-সংলগ্ন হিমছড়ি সৈকতে গোসল করার সময় দুই সহপাঠীসহ সাগরে ভেসে যান অরিত্র হাসান। ভেসে যাওয়ার আড়াই ঘণ্টার মধ্যে কে এম সাদমান রহমান সাবাব (২১) একই সৈকতে এবং পরদিন বুধবার সকালে ২৫ কিলোমিটার উত্তরে শহরের নাজিরারটেক শুঁটকি মহাল সৈকতে ভাসমান অবস্থায় আসিফ আহমেদের (২২) মরদেহ পাওয়া যায়। কিন্তু অরিত্র হাসানের পাঁচ দিনেও খোঁজ মেলেনি। গতকাল শুক্রবার সাগর উপকূলের কুতুবদিয়া থেকে টেকনাফের নাফ নদীর মোহনা পর্যন্ত ১৫০ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়।
ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতায় যুক্ত রয়েছেন জেলা প্রশাসনের বিচের কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম। আজ বিকেল ৫টার দিকে মহেশখালীর মাতারবাড়ী চ্যানেলে অভিযানে রয়েছেন জানিয়ে মাহবুব আলম বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও সৈকতকর্মীরা। সকাল থেকে মহেশখালীর সোনাদিয়া, বাঁকখালী নদীর মোহনা ও কুতুবদিয়া চ্যানেলে তল্লাশি চালানো হয়েছে।
মাহবুব আলম বলেন, প্রায় সময় সাগরে গোসলে নেমে নিখোঁজ ব্যক্তিদের দু-এক দিনের মধ্যে মরদেহ ভেসে ওঠে। কিন্তু অরিত্র হাসানের সন্ধান ৫ দিনেও মিলছে না। এরই মধ্যে কক্সবাজার উপকূলের সবখানে তল্লাশি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি উপকূলের মাছ ধরার ট্রলার ও জেলেদের এ বিষয়ে সহায়তার অনুরোধ করা হয়েছে।
অরিত্র হাসান বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের সাকিব হাসানের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তাঁর সহপাঠী আসিফ বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে এবং সাবাব ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
অরিত্রের বাবা সাকিব হাসান ঢাকার একটি ইংরেজি দৈনিকের জ্যেষ্ঠ সহসম্পাদক। সাগরে গোসল করতে নেমে ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর স্ত্রীকে নিয়ে তিনি কক্সবাজার আসেন। পাঁচ দিনেও একমাত্র সন্তানের সন্ধান না পেয়ে ভেঙে পড়ছেন তাঁরা। সাকিব হাসান বলেন, ‘আমার ছেলেটা খুব মেধাবী ছিল। অনেক যত্ন করে বড় করেছি। কিন্তু সব শেষ হয়ে গেল। তাঁর দুই বন্ধুর মরদেহ সৈকতে ভেসে এলেও আমার ছেলের খোঁজ এখনো পাইনি।’
ফরিদপুরের বোয়ালমারীতে মনির হোসেন নামের (৪৫) বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাঁকে ঘটনাস্থলেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ১০ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমান
৮ মিনিট আগেখুতবার সময় চাঁদপুর পৌরসভার প্রফেসরপাড়ায় মসজিদে ইমামকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগে গ্রেপ্তার বিল্লাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার তাঁকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত বিল্লাল। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন
১১ মিনিট আগেগাজীপুর সদর উপজেলায় মোশারফ কম্পোজিট লিমিটেডের কারখানার গোডাউনে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ৭ টন সুতা, নগদ অর্থসহ প্রায় ২৮ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে গেছে।
১৫ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মাটি কাটায় জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
৩২ মিনিট আগে