Ajker Patrika

গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
চিৎলা গ্রামে বালু উত্তোলনের মেশিন। ছবি: সংগৃহীত
চিৎলা গ্রামে বালু উত্তোলনের মেশিন। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ্দাম হোসেন আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় জিয়াউর রহমান নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ্দাম হোসেন বলেন, ফসলি জমি নষ্ট করে মাটি কাটা ও বালু উত্তোলন করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো রকম ফসলি জমি নষ্ট করা যাবে না। যারা মাটি বা বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও কৃষিকাজ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত