Ajker Patrika

গাজীপুরে কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বাঁধা। ছবি: সংগৃহীত
গাজীপুরে কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বাঁধা। ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলায় মোশারফ কম্পোজিট লিমিটেডের কারখানার গোডাউনে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ৭ টন সুতা, নগদ অর্থসহ প্রায় ২৮ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে গেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেডের কারখানা রয়েছে। গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত ৩টার দিকে একটি কাভার্ড ভ্যান নিয়ে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানায় হানা দেয়। ডাকাতেরা নিরাপত্তাকর্মীসহ উপস্থিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের হাত-পা বেঁধে ফেলে।

পরে ডাকাতেরা কারখানার গোডাউনে ঢুকে লুটপাট চালায়। এ সময় তারা ৭ টন সুতা ও নগদ অর্থ লুট করে কাভার্ড ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া জিনিসপত্রের বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। ডাকাতেরা ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার আগে কারখানার আশপাশ এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে, যাতে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।

মোশারফ কম্পোজিট লিমিটেডের প্রশাসন বিভাগের উপমহাব্যবস্থাপক ইউনুস আল মামুন বলেন, ‘কারখানায় ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমাদের কর্মীদের হাত-পা বাঁধা।’ তিনি আরও জানান, ডাকাতেরা গোডাউনের মূল্যবান সুতাসহ ২৮ লোখ টাকার মালপত্র নিয়ে গেছে। এই ঘটনায় কারখানার পক্ষ থেকে নবী নেওয়াজ বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, ‘ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়াও এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত