এক দিনে ২৫ বিলিয়ন ডলার হারালেন ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ
একদিনে ২৫ বিলিয়ন ডলার বা ২ হাজার ৫০০ কোটি ডলার হারিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়। এর ফলে মেটা বিপুল পরিমাণ মূলধন হারায়, যার প্রভাব জাকারবার্গের সম্পদেও পড়েছে।