চীনের সরকারি আদেশ অনুযায়ী দেশটির অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপ সরিয়ে নিল অ্যাপল। জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের সরকার। দুটি অ্যাপই টেক জায়ান্ট মেটার মালিকানাধীন।
সংবাদ সংস্থা রয়টার্সের মতে, আজ শুক্রবার সকাল পর্যন্ত মেটার অন্যান্য অ্যাপ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারকে চীনের অ্যাপ স্টোরে দেখা গেছে। ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) অ্যাপকেও চীনের অ্যাপল স্টোরে দেখতে পাওয়া যায়।
রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে অ্যাপল বলে, ‘চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে চীনের অ্যাপ স্টোর থেকে অ্যাপগুলোকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কিছু নিয়ে দ্বিমত পোষণ করলেও আমরা যেসব দেশে ব্যবসা করি, সেসব দেশের আইন মানতে বাধ্য।’
তবে হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের কোনো বিষয় জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে তা স্পষ্ট নয়। মেটা ও চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি।
আইফোন নির্মাতা বলেছে, অন্যান্য দেশের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস ডাউনলোড করা যাবে।
চীনের ব্যবহারকারীরাও অন্যান্য দেশের অ্যাপল স্টোর থেকে অ্যাপগুলো ব্যবহার করতে পারবে। এ জন্য চীনের বাইরে অন্য দেশে একটি আইক্লাউড অ্যাকাউন্ট প্রয়োজন।
চীনের প্রযুক্তি শিল্পের কিছু বিশেষজ্ঞ বলেন, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের ওপর এই সরকারি আদেশের সঙ্গে গত আগস্টে চালু হওয়া চীনের নতুন একটি আইনের সম্পর্ক থাকতে পারে। এই আইন অনুযায়ী চীনের সমস্ত অ্যাপের সরকারি নিবন্ধন থাকতে হবে। আর তা না হলে অ্যাপগুলো সরিয়ে ফেলা হতে পারে।
মার্চ পর্যন্ত কোম্পানিগুলোকে অ্যাপ নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। আর এই আইন ১ এপ্রিল থেকে কার্যকর হয়।
এর আগেও চীনের স্টোর থেকে অ্যাপ সরিয়েছে অ্যাপল। চীনের স্থানীয় আইন ভঙ্গ করায় ২০১৭ সালে দ্য নিউইয়র্ক টাইমস অ্যাপও সরিয়ে ফেলা হয়।
গত বছর জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন নতুন নিয়ম তৈরি করে বেইজিং। সে সময় চ্যাটজিপিটির মতো বেশ কয়েকটি অ্যাপ সরিয়ে ফেলে অ্যাপল।
হোয়াটসঅ্যাপ ও থ্রেডস সরিয়ে ফেলার বিষয়টি সর্বপ্রথম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তুলে ধরা হয়।
চীনের সরকারি আদেশ অনুযায়ী দেশটির অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপ সরিয়ে নিল অ্যাপল। জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের সরকার। দুটি অ্যাপই টেক জায়ান্ট মেটার মালিকানাধীন।
সংবাদ সংস্থা রয়টার্সের মতে, আজ শুক্রবার সকাল পর্যন্ত মেটার অন্যান্য অ্যাপ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারকে চীনের অ্যাপ স্টোরে দেখা গেছে। ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) অ্যাপকেও চীনের অ্যাপল স্টোরে দেখতে পাওয়া যায়।
রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে অ্যাপল বলে, ‘চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে চীনের অ্যাপ স্টোর থেকে অ্যাপগুলোকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কিছু নিয়ে দ্বিমত পোষণ করলেও আমরা যেসব দেশে ব্যবসা করি, সেসব দেশের আইন মানতে বাধ্য।’
তবে হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের কোনো বিষয় জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে তা স্পষ্ট নয়। মেটা ও চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি।
আইফোন নির্মাতা বলেছে, অন্যান্য দেশের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস ডাউনলোড করা যাবে।
চীনের ব্যবহারকারীরাও অন্যান্য দেশের অ্যাপল স্টোর থেকে অ্যাপগুলো ব্যবহার করতে পারবে। এ জন্য চীনের বাইরে অন্য দেশে একটি আইক্লাউড অ্যাকাউন্ট প্রয়োজন।
চীনের প্রযুক্তি শিল্পের কিছু বিশেষজ্ঞ বলেন, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের ওপর এই সরকারি আদেশের সঙ্গে গত আগস্টে চালু হওয়া চীনের নতুন একটি আইনের সম্পর্ক থাকতে পারে। এই আইন অনুযায়ী চীনের সমস্ত অ্যাপের সরকারি নিবন্ধন থাকতে হবে। আর তা না হলে অ্যাপগুলো সরিয়ে ফেলা হতে পারে।
মার্চ পর্যন্ত কোম্পানিগুলোকে অ্যাপ নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। আর এই আইন ১ এপ্রিল থেকে কার্যকর হয়।
এর আগেও চীনের স্টোর থেকে অ্যাপ সরিয়েছে অ্যাপল। চীনের স্থানীয় আইন ভঙ্গ করায় ২০১৭ সালে দ্য নিউইয়র্ক টাইমস অ্যাপও সরিয়ে ফেলা হয়।
গত বছর জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন নতুন নিয়ম তৈরি করে বেইজিং। সে সময় চ্যাটজিপিটির মতো বেশ কয়েকটি অ্যাপ সরিয়ে ফেলে অ্যাপল।
হোয়াটসঅ্যাপ ও থ্রেডস সরিয়ে ফেলার বিষয়টি সর্বপ্রথম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তুলে ধরা হয়।
বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন জালিয়াতি রোধে গত বছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। ২০২৪ সালে ৩ কোটি ৯২ লাখ বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট স্থগিত করেছে কোম্পানিটি, যা আগের বছরের তুলনায় তিন গুণেরও বেশি। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টগুলো সনাক্ত করেছে এই টেক...
১০ ঘণ্টা আগেবিমানযাত্রীদের জন্য বিনা মূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সেবা চালু হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই উদ্যোগে স্পনসর করছে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে তারা...
১৩ ঘণ্টা আগে