Ajker Patrika

ইনস্টাগ্রাম–থ্রেডসে ক্রস প্ল্যাটফর্ম পোস্টের সুবিধা আনবে মেটা 

ইনস্টাগ্রাম–থ্রেডসে ক্রস প্ল্যাটফর্ম পোস্টের সুবিধা আনবে মেটা 

এক্সের (সাবেক টুইটার) প্রতিযোগী প্ল্যাটফর্ম থ্রেডসে ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে মেটা। এবার ইনস্টাগ্রাম–থ্রেডসে ক্রস প্ল্যাটফর্ম পোস্টের জন্য একটি টগল বাটন নিয়ে আসছে কোম্পানিটি। 

গতকাল থেকেই ইনস্টাগ্রামের কিছু ব্যবহারকারী টগল বাটনটি লক্ষ্য করেছেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি পোস্ট বা সবগুলো পোস্ট একই সঙ্গে ইনস্টাগ্রাম ও থ্রেডস প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবে। অর্থাৎ এই ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রাম রিলসও থ্রেডসে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট করা যাবে। 

বিশ্বজুড়ে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছে মেটা। ইনস্টাগ্রাম এখন টিকটককের সঙ্গে প্রতিযোগিতা করতে রিলসের ওপর জোর দিচ্ছে। তাই নিজের ছবির প্রচারণায় থ্রেডস ব্যবহার করতে পারবেন ফটোগ্রাফাররা। 

কোম্পানি বলছে, যেকোনো সময় ব্যবহারকারী ফিচারটি বন্ধ করে দিতে পারবেন। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনগুলো থ্রেডসে গিয়ে টেক্সটে রূপান্তর হবে। হ্যাশট্যাগগুলোও সাধারণ টেক্সটে পরিণত হবে। 

থ্রেডসের প্রচারণার জন্য মেটা প্রতিনিয়ত ফেসবুক ও ইনস্টাগ্রামকে ব্যবহার করছে। গত বছর থ্রেডসের কিছু জনপ্রিয় পোস্ট ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখাচ্ছিল মেটা। এ বছরের শুরুর দিকে ফেসবুক ও থ্রেডসের জন্য ক্রস প্ল্যাটফর্ম পোস্টের ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করে এই কোম্পানি। 

এ ছাড়া থ্রেডসের একটি বোনাস প্রোগ্রাম চালু করেছে মেটা। এর মাধ্যমে বেশি ফলোয়ারযুক্ত অ্যাকাউন্টে অর্থ দেবে কোম্পানিটি। ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি–মার্চ) আর্থিক প্রতিবেদনে মার্ক জাকারবার্গ বলেন, থ্রেডসে মাসে ১৫ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। 

গত বছর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের ক্রস প্ল্যাটফর্ম সার্ভিস বন্ধ করে মেটা। এর আগে তিন বছর ধরে এই ফিচার চালু ছিল। তবে এর পরিবর্তে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপের মতো এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নিয়ে আসে এই টেক জায়ান্ট। 

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত