Ajker Patrika

ফেসবুক-ইনস্টাগ্রামে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার নিয়ে ইইউর তদন্ত শুরু

অনলাইন ডেস্ক
ফেসবুক-ইনস্টাগ্রামে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার নিয়ে ইইউর তদন্ত শুরু

আগামী জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন ঘিরে ফেসবুক ও ইনস্টাগ্রামে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার বন্ধে মেটার পদক্ষেপ যথেষ্ট কিনা তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করছে ইইউ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, নির্বাচনী কনটেন্ট পর্যবেক্ষণ ও অবৈধ কনটেন্ট লেবেল করার জন্য মেটা অপর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। 

কমিশন বলছে, ভুয়া সংবাদের বিস্তার ও ভোটের প্রতি অনাগ্রহ তৈরির প্রচেষ্টাকে প্রতিরোধ করার জন্য মেটার মডারেশন সিস্টেম যথেষ্ট শক্তিশালী নয়। 

দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছে, আসন্ন ইউরোপীয় নির্বাচনগুলোকে দুর্বল করার জন্য রাশিয়ার প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য মেটা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে কমিশনের কর্মকর্তারা বিশেষভাবে চিন্তিত। তবে এই বিষয়ে রাশিয়ার কথা সরাসরি উল্লেখ করেনি ইইউ। 

মেটার ক্রাউডট্যাঙ্গেল নামের টুল বন্ধের পরিকল্পনা নিয়েও ইইউর কর্মকর্তারা চিন্তিত। কারণ গবেষক, সাংবাদিকসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য ব্যবহারকারীরা এই টুলের মাধ্যমে ভুয়া তথ্যের বিস্তারকে পর্যবেক্ষণ করতে পারতেন। 

ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুযায়ী, কোম্পানিগুলোকে নিজেদের কনটেন্ট নিয়ন্ত্রণ করতে হবে। ফেসবুক ও অন্যান্য কোম্পানিগুলোর নিজস্ব সিস্টেম থাকতে হবে যা নির্বাচন বিষয়ক বিভিন্ন ঝুঁকির ওপর নজর রাখতে পারে। 

মেটার মুখপাত্র বলেন, ‘ঝুঁকি শনাক্তকরণ ও হ্রাস করার জন্য একটি সু-প্রতিষ্ঠিত প্রক্রিয়া আমাদের প্ল্যাটফর্মগুলোতে রয়েছে। ইউরোপীয় কমিশনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে ও এই কাজের আরও বিস্তারিত তথ্য জানানোর জন্য আমরা উন্মুখ হয়ে আছি।’ 

রাশিয়ার অপপ্রচারের বিরুদ্ধে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে নাকি তা নির্ধারণ করার জন্য বড় বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলো নিয়ে কিছুদিন আগেই পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে ইইউ কমিশন। 

নির্বাচনকে প্রভাবিত করার পাশাপাশি সাইবারভিত্তিক তথ্য জালিয়াতির ঐতিহাসিক প্রচেষ্টার ওপর ভিত্তি করে কাল্পনিক পরিস্থিতি তৈরি করে এসব পরীক্ষা করা হয়েছে। ডিপফেক এবং অনলাইন হয়রানি ও হুমকির মাধ্যমে মতামত দমন করার প্রচেষ্টা নিয়েও বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। 

গত ফেব্রুয়ারিতে, ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের মতামত দমনকে গণতান্ত্রিক কণ্ঠকে নীরব করার একটি নতুন অস্ত্র হিসেবে চিহ্নিত করেছিল। 
কমিশন বলেছে, নির্বাচনের আগে ঘটতে পারে এমন জালিয়াতি আচরণ মোকাবিলা করার জন্য প্ল্যাটফর্মের প্রস্তুতি পর্যবেক্ষণ করাই এই পরীক্ষার উদ্দেশ্য ছিল। বিশেষ করে বিভিন্ন কারচুপি কৌশল ও পদ্ধতির ক্ষেত্রে। 

ইউরোপীয় সংসদীয় নির্বাচন আগামী ৬ থেকে ৯ জুন অনুষ্ঠিত হবে। গত সোমবার পূর্ববর্তী ঘটনার তালিকাসহ ভোটারদের জন্য বিভিন্ন পরামর্শ প্রকাশ করেছে ইইউ। এসব পরামর্শে বলা হয়, ব্যালট পেপারে শুধুমাত্র নির্দিষ্ট রঙের কলম ব্যবহার করতে হবে। 

ভোটারদের ভুল তথ্যের দিকে নজর রাখার জন্য সতর্ক করেছেন রাজনীতিবিদরাও। 

স্লোভাকিয়া, স্পেন, ফিনল্যান্ড এবং এস্তোনিয়ার নির্বাচনে, ভোটিং বুথে অদৃশ্য কালিসহ কলম থাকার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত বছরের স্প্যানিশ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে বোমাসহ বিভিন্ন হুমকির কথা ছড়িয়ে পড়েছিল। 

ইইউ ডিসইনফোল্যাব ১৭ হাজার ভুয়া খবর শনাক্ত করেছে। এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল হিসেবে বিভিন্ন ভুয়া প্রচারণা করা হয়। 
 
ভুয়া খবর প্রচারের জন্য গত সপ্তাহে একটি চেক সংবাদ সংস্থার ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। স্লোভাক প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির হত্যা প্রচেষ্টা ঠেকিয়েছে চেক কাউন্টার ইন্টেলিজেন্স সার্ভিস বলে এক ভুয়া খবরে দাবি করা হয়। আরেক খবরে বিষয়টি নিয়ে চেক পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কির বিভিন্ন ভুয়া প্রতিক্রিয়া তুলে ধরা হয়। 

গত মাসে চেক সরকার বলে, এই হ্যাকিংয়ের সঙ্গে মস্কো জড়িত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত