হোয়াটসঅ্যাপের ‘কমিউনিটি’ ট্যাবের জন্য বেশ কয়েকটি ফিচার উন্মোচন করেছে মেটা। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যাবে ও কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ করা যাবে। এ ছাড়া অ্যাডমিনের নির্দিষ্ট পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে কমিউনিটির সদস্যরা।
নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে মার্ক জাকারবার্গ বলেন, ‘আপনি যতি হোয়াটসঅ্যাপের কমিউনিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে গ্রুপে নতুন নতুন ইভেন্ট তৈরি করতে পারবেন ও অ্যাডমিনের ঘোষণাগুলোর রিপ্লাই দিতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে সব ডিভাইসে এই ইভেন্ট তৈরির সুযোগ দেওয়া হবে।’
২০২২ সালে কমিউনিটি ফিচার যুক্ত করে হোয়াটসঅ্যাপ। একটি কমিউনিটিতে ১০০টি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে পারে। বিনামূল্যে হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যবহারকারীরা কমিউনিটিগুলো তৈরি করতে পারেন।
নতুন ফিচার মাধ্যমে কমিউনিটির যে কোনো সদস্য একটি ইভেন্ট তৈরি করতে পারবেন ও অন্যরা ইভেন্টে প্রতিক্রিয়া জানাতে পারবে। ইভেন্টগুলো গ্রুপের ইনফরমেশন পেজে দেখা যাবে। ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ করলে ব্যবহারকারীরা ইভেন্টের সময় একটি নোটিফিকেশন পাবে।
নতুন আপডেটের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে সরাসরি ইভেন্ট তৈরি করা হবে।
নম্বর সেভ না করেই দ্রুত ফোনকলের জন্য ‘অ্যাপ ডায়ালার’ ফিচার নিয়েও আসছে হোয়াটসঅ্যাপ। ব্যস্ততার সময়ে ফিচারটি ব্যবহারকারীদের বেশি কাজে দেবে। ফোনের মতো অ্যাপ ডায়ালারে পছন্দের মতো নম্বর দিলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা যাবে।
এই ফিচারে স্ক্রিনের নিচের দিকে ফোনের মতো টি৯ কিপ্যাড থাকবে ও সবুজ কালারের একটি ডায়াল বাটন থাকবে। ফিচারটি উন্মোচন করা হলে ফোনে নম্বর সেভ না থাকলেও যেকোনো নম্বরে কল করা যাবে।
ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো।
আবার ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে। যারা নোট তৈরি করেছে তারাই শুধু নোটগুলো দেখতে পারবে। সংশ্লিষ্ট নম্বর এই নোট দেখতে পারবে না। ফিচারটি মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণের জন্য উন্মোচন করা হবে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
হোয়াটসঅ্যাপের ‘কমিউনিটি’ ট্যাবের জন্য বেশ কয়েকটি ফিচার উন্মোচন করেছে মেটা। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যাবে ও কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ করা যাবে। এ ছাড়া অ্যাডমিনের নির্দিষ্ট পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে কমিউনিটির সদস্যরা।
নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে মার্ক জাকারবার্গ বলেন, ‘আপনি যতি হোয়াটসঅ্যাপের কমিউনিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে গ্রুপে নতুন নতুন ইভেন্ট তৈরি করতে পারবেন ও অ্যাডমিনের ঘোষণাগুলোর রিপ্লাই দিতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে সব ডিভাইসে এই ইভেন্ট তৈরির সুযোগ দেওয়া হবে।’
২০২২ সালে কমিউনিটি ফিচার যুক্ত করে হোয়াটসঅ্যাপ। একটি কমিউনিটিতে ১০০টি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে পারে। বিনামূল্যে হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যবহারকারীরা কমিউনিটিগুলো তৈরি করতে পারেন।
নতুন ফিচার মাধ্যমে কমিউনিটির যে কোনো সদস্য একটি ইভেন্ট তৈরি করতে পারবেন ও অন্যরা ইভেন্টে প্রতিক্রিয়া জানাতে পারবে। ইভেন্টগুলো গ্রুপের ইনফরমেশন পেজে দেখা যাবে। ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ করলে ব্যবহারকারীরা ইভেন্টের সময় একটি নোটিফিকেশন পাবে।
নতুন আপডেটের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে সরাসরি ইভেন্ট তৈরি করা হবে।
নম্বর সেভ না করেই দ্রুত ফোনকলের জন্য ‘অ্যাপ ডায়ালার’ ফিচার নিয়েও আসছে হোয়াটসঅ্যাপ। ব্যস্ততার সময়ে ফিচারটি ব্যবহারকারীদের বেশি কাজে দেবে। ফোনের মতো অ্যাপ ডায়ালারে পছন্দের মতো নম্বর দিলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা যাবে।
এই ফিচারে স্ক্রিনের নিচের দিকে ফোনের মতো টি৯ কিপ্যাড থাকবে ও সবুজ কালারের একটি ডায়াল বাটন থাকবে। ফিচারটি উন্মোচন করা হলে ফোনে নম্বর সেভ না থাকলেও যেকোনো নম্বরে কল করা যাবে।
ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো।
আবার ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে। যারা নোট তৈরি করেছে তারাই শুধু নোটগুলো দেখতে পারবে। সংশ্লিষ্ট নম্বর এই নোট দেখতে পারবে না। ফিচারটি মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণের জন্য উন্মোচন করা হবে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে