২২ বছর পর নেপাল থেকে বগুড়ায় ফিরছেন 'মৃত' আমেনা
২২ বছর আগে নিখোঁজ হয়েছিলেন বগুড়ার আমেনা খাতুন (৮০)। এর পর কয়েক বছরে খোঁজ না মেলায় ধরে নেওয়া হচ্ছিল তিনি আর বেঁচে নেই। তিন ছেলে, এক মেয়েও তাঁদের জাতীয় পরিচয়পত্রে মায়ের নামের আগে যুক্ত করে নিয়েছিলেন 'মৃত'। এত কিছুর পড়ে নেপালে তাঁর সন্ধান মিলেছে। কাল তাঁকে দেশে ফিরিয়ে আনছে সরকার।