Ajker Patrika

কাউনিয়ায় মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ২৩
কাউনিয়ায় মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন

কাউনিয়া উপজেলার সীট নাজিরদহ গ্রামের শামছ উদ্দিন মণ্ডলের ছেলে ইবনে সাউথ মণ্ডল। তিনি চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মারা গেছেন। গেল ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হারাগাছ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল বলছে, তিনি ভোট দিয়েছেন। শুধু মৃত ইবনে সাউথ মণ্ডল নন, তাঁর মতো একাধিক মৃত ব্যক্তি ইউপি নির্বাচনে ভোট দিয়েছেন বলে ফলাফলের নথিতে উল্লেখ আছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

এ ঘটনায় পরাজিত নৌকার চেয়ারম্যান প্রার্থী ও দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

গত ৯ ডিসেম্বর নির্বাচন অফিসে দেওয়া অভিযোগপত্রে নৌকার প্রার্থী ইয়াছিন আলী বাবু বলেন, হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চরনাজিরদহের ভোটার তালিকায় নাম থাকা ইবনে সাউথ মণ্ডল, জবর আলী ও একাব্বর আলীসহ বেশ কয়েকজন নির্বাচনের ভোটগ্রহণের অনেক আগে মারা গেছেন। কিন্তু নির্বাচনে মৃত ব্যক্তিদের ভোট সংগ্রহ করা হয়েছে।

এ প্রসঙ্গে পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর পুরুষ বুথে ভোটগ্রহণের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নারায়ণ চন্দ্র ও পোলিং অফিসার আদুরী বেগম জানায়, চর নাজিরদহে ৪০৯ জন পুরুষ ভোটারের নাম তালিকায় ছিল। ৪০৯ জনই তাঁদের ভোট প্রদান করেছেন। ওই বুথে শতভাগ ভোট সংগ্রহ হয়েছে। মৃত ব্যক্তির ভোট সংগ্রহ প্রসঙ্গে তাঁরা জানান, কেন্দ্রের বাইরে প্রার্থীর কর্মীদের কাছ থেকে টোকেন নিয়ে যাঁরাই এসেছেন তাঁদের ভোট সংগ্রহ করা হয়েছে।

গতকাল সরেজমিনে চর নাজিরদহের হকবাজার গ্রামে গিয়ে কথা হয় মৃত ইবনে সাউথ মণ্ডলের মা জাহেদা বেগমের সঙ্গে। তিনি জানান, তাঁর ছেলে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মারা গেছেন।

মোটরসাইকেল প্রতীকে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম বলেন, ‘পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের মধ্য দিয়ে মৃত ব্যক্তিদের ভোটগ্রহণ দেখানো হয়েছে। যা ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। পাশাপাশি ইউনিয়নের নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় ও চর নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অস্বাভাবিক ভোটগ্রহণ দেখানো হয়েছে।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বলেন, ‘গারাগাছ ইউপির ৭ নম্বর ওয়ার্ডে কয়েকজন মৃত ভোটারের ভোট গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের একটি অনুলিপি আমরা পেয়েছি। এ বিষয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত