Ajker Patrika

আধা ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৮
আধা ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি গ্রামে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পিতা আজগর আলী (৯০) ও পুত্র হায়তুল্লাহ মিয়া (৬৫) মারা গেছেন।

গত শনিবার সকালে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বারইকান্দি গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র ৫ সন্তানের জনক আজগর আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার ছেলে ৩ সন্তানের জনক হায়তুল্লাহ ৫ মাস ধরে নানা রোগে শয্যাশায়ী ছিলেন। গতকাল সকাল ৯টার দিকে মারা যান আজগর আলী। পিতার মৃত্যুর সংবাদ শুনে ৩০ মিনিট পরেই মারা যান পুত্র হায়তুল্লাহ মিয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত