Ajker Patrika

এবার তুরাগ নদে মরা ডলফিন

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ১১
এবার তুরাগ নদে মরা ডলফিন

ঢাকার সাভারের তুরাগ নদে মাছ ধরতে গিয়ে তিন মণ ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন জেলেরা। মাছ ধরার সময় নদে ডলফিনটি ভাসতে দেখে তীরে আনেন তাঁরা। গত রোববার সন্ধ্যায় তাঁরা ডলফিনটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে আশুলিয়া বাজার সংলগ্ন নদীর ঘাটে মাছ ধরতে যান কয়েকজন জেলে। এ সময় ওই ডলফিনটি তাঁদের চোখে পড়ে। এরপর তাঁরা ডলফিনটি তীরে আনার চেষ্টা করেন। অবশেষে সন্ধ্যায় ডলফিনটিকে তাঁরা তীরে আনতে সক্ষম হন।

ডলফিন উদ্ধার করা জেলেদের অন্যতম শ্রী পরিতোষ চন্দ্র বলেন, ‘আমরা বিকেলে তুরাগ নদে মাছ ধরতে যাই। প্রতিদিনের মতো আমরা মাছ ধরছিলাম। সামনে বড় একটি কালো বস্তু ভেসে থাকতে দেখি। পরে কাছাকাছি গিয়ে দেখি একটি ডলফিন মরে ভেসে উঠেছে। সন্ধ্যায় জাল দিয়ে ডলফিনটি আমরা তীরে তুলে আনি। এ সময় উৎসুক জনতা ভিড় করেন।’

সাভার উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, যে ডলফিনটি উদ্ধার করা হয়েছে সেটি গ্যাংগিজ জাতীয় ডলফিন। একে গাঙ্গেয় শুশুকও বলা হয়। গত এক যুগে এদের দেখা মেলেনি।

কামরুল ইসলাম সরকার বলেন, ডলফিনটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। এটি উদ্ধারের কয়েক ঘণ্টা আগে মরে ভেসে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ এখনো সুস্পষ্ট নয়। তবে এর কারণ উদ্‌ঘাটনের জন্য প্রাণী গবেষকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁরা গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত