Ajker Patrika

প্রার্থী হয়ে জানলেন তালিকায় তিনি মৃত!

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
প্রার্থী হয়ে জানলেন  তালিকায় তিনি মৃত!

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ৪ ইউনিয়নে ইউপি নির্বাচন হবে। আর ওই নির্বাচনে তালম ইউপিতে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. আব্দুল লতিফ সরকার। ৯ ডিসেম্বর তিনি যথারীতি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলও করেন।

এদিকে ১২ ডিসেম্বর বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়। আর কারণ হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, বাছাইকালে দেখা যায় যে ২৬ নভেম্বর সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় মো. আব্দুল লতিফ সরকারের নাম নেই। তাই মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

অর্থাৎ ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুল লতিফ সরকার এখন মৃত। আর আকস্মিক এমন ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি। অথচ ভোটার তালিকা অনুযায়ী তাঁর জাতীয় পরিচয়পত্রও আছে।

অপর দিকে এ ঘটনার পর তিনি মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচনী আপিল বিভাগে আপিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ সিরাজগঞ্জ বরাবর। ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তির শেষ তারিখ। আপিল আবেদনে সেখানে তিনি সর্বশেষ ভোটার তালিকায় তাঁর নাম লিপিবদ্ধ ও প্রার্থিতার বৈধতার জন্য আবেদন করেন।

আপিল আবেদনে তিনি উল্লেখ করেন, ‘আমি মো. আব্দুল লতিফ সরকার, পিতা-মৃত আব্দুর রহমান সরকার, সাং-গুল্টা বাজার, উপজেলা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ। আমি ১নং তালম ইউনিয়নে ৭নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও জীবিত ব্যক্তি। ১নং তালম ইউনিয়নে ৭নং ওয়ার্ডের ২০১৭ সালের ভোটার তালিকায় ২৯১ ক্রমিক নম্বরে আমার নাম লিপিবদ্ধ ছিল। কিন্তু গত ২৬ নভেম্বর, ২০২১ তারিখের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় আমার নাম লিপিবদ্ধ হয় নাই।’

এ প্রসঙ্গে ভুক্তভোগী মো. আব্দুল লতিফ সরকার বলেন, ‘আমি একজন জীবিত ব্যক্তি। প্রার্থী হয়ে জানলাম এখন আমি মৃত। এটা কী করে সম্ভব হয়। তা আমার বোধগম্য নয়। আর এ কারণে আমি নির্বাচন কমিশনে আপিল করেছি। সেখানে নিষ্পত্তি না হলে আদালতে যাব।’

অবশ্য এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা বিধি মোতাবেক আব্দুল লতিফ সরকারের মনোনয়নপত্র বাতিল করেছি। আর তিনি বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপিলে নিষ্পত্তি করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত