মুশফিকের টানা দ্বিতীয় সেঞ্চুরি
রমেশ মেন্ডিসের বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ঠেলে রানের জন্য ছুটলেন মুশফিকুর রহিম। রানটা পূর্ণ হতেই বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন এ অভিজ্ঞ ব্যাটার। পড়ারই কথা, টানা দ্বিতীয় সেঞ্চুরিটা যে ততক্ষণে পূর্ণ হয়ে গেছে। ২১৮ বল আর ৩১৫ মিনিটের অপেক্ষা শেষে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক।