Ajker Patrika

হজের কারণে উইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মে ২০২২, ১৪: ২১
হজের কারণে উইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিক

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণ থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। এ সময় পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদিআরব যাবেন তিনি। মুশফিকের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জুনের মাঝামাঝি সময়ে সৌদি যাবেন তিনি। আজ সকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকা'কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক মাস আগেই হজের জন্য ছুটি চেয়েছিলেন মুশফিক। গতকাল তাঁর ছুটি মঞ্জুর করেছে বোর্ড। জালাল ইউনুস বলেছেন, 'মুশফিক হজ পালনের জন্য আমাদের কাছে এক মাস আগেই ছুটি চেয়েছিল। আমরা এতদিন বিষয়টি দেখছি। এখন তার ছুটি অনুমোদন হয়েছে। সে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যাচ্ছে না।'

জুন-জুলাইয়ের এই সফরে বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১৫ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত ম্যাচগুলো হবে।

মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত