নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
উইকেটে থাকা সঙ্গী লিটন দাসের দিকে ছোট্ট একটা ‘থাম্বস আপ’। এরপর ব্যাট উঁচিয়ে লিটনের সঙ্গে করমর্দন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০০০ রানের ক্লাবে পা রাখার মুহূর্তে মুশফিকুর রহিমের উদ্যাপন বলতে এটুকু। এমন বিশেষ একটা ব্যাপার, সেটা উদ্যাপনের জন্য কি না আম্পায়ারের নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হলো মুশফিককে।
আসিথা ফার্নান্দোর শর্ট বলটা লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ছেড়ে দিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু পাঁজর ঘেঁষে বেরিয়ে যাওয়ার মুখে সেটা গ্লাভস ছুঁয়ে যায় মুশফিকের। দুই রান নিয়ে টেস্টে ৫০০০ রানের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। উদ্যাপনের সময়টাতে মুখে হাসির রেখার চেয়ে হয়তো স্বস্তির নিশ্বাসই বেশি ফেলছিলেন মুশফিক।
খেলার প্রতি মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। সবার আগে মাঠে আসা, প্রস্তুতির এক বিন্দুও ঘাটতি না রাখতে বাড়তি অনুশীলন-মুশফিক অনেক দিন ধরেই অনুকরণীয় চরিত্র হয়ে আছেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে শুরুর আগে সাম্প্রতিক ফর্ম নিয়ে চাপের মুখে ছিলেন। আসলে যতটা না ফর্ম তার চেয়ে বেশি অসময়ে শট খেলে আউট হওয়া নিয়ে। টেস্ট শুরুর আগে চট্টগ্রামে পাঁচ দিনের অনুশীলনে মনোযোগী মুশফিকেরই দেখা মেলে।
পাশে পেয়েছিলেন দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও। কোচের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করে রানের ফেরার সঙ্গে ইনিংসটা বড় করেছেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে। আগের দিন ৫৩ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। ইনিংসে ছিল মাত্র দুটি চার। ৫০০০ রান থেকে ১৫ রান দূরে ছিলেন। আজ চতুর্থ দিন সকালেও বেশ সাবধানী ছিলেন। প্রথম ঘণ্টায় করেন ১৪ রান। পানি-পানের বিরতির পর প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান।
৮১ ম্যাচ ও ১৪৯ ইনিংসে ৫ হাজার রান পূরণ হয়েছে মুশফিকের। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে এ ক্লাবে জায়গা করে নিতে পারতেন তামিম ইকবাল। পেশিতে টান পড়ার কারণে গতকাল চা-বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি ১৩৩ রানে অপরাজিত থাকা তামিম। ৫০০০ রান থেকে ১৯ রান দূরে আছেন তামিম।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:
উইকেটে থাকা সঙ্গী লিটন দাসের দিকে ছোট্ট একটা ‘থাম্বস আপ’। এরপর ব্যাট উঁচিয়ে লিটনের সঙ্গে করমর্দন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০০০ রানের ক্লাবে পা রাখার মুহূর্তে মুশফিকুর রহিমের উদ্যাপন বলতে এটুকু। এমন বিশেষ একটা ব্যাপার, সেটা উদ্যাপনের জন্য কি না আম্পায়ারের নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হলো মুশফিককে।
আসিথা ফার্নান্দোর শর্ট বলটা লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ছেড়ে দিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু পাঁজর ঘেঁষে বেরিয়ে যাওয়ার মুখে সেটা গ্লাভস ছুঁয়ে যায় মুশফিকের। দুই রান নিয়ে টেস্টে ৫০০০ রানের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। উদ্যাপনের সময়টাতে মুখে হাসির রেখার চেয়ে হয়তো স্বস্তির নিশ্বাসই বেশি ফেলছিলেন মুশফিক।
খেলার প্রতি মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। সবার আগে মাঠে আসা, প্রস্তুতির এক বিন্দুও ঘাটতি না রাখতে বাড়তি অনুশীলন-মুশফিক অনেক দিন ধরেই অনুকরণীয় চরিত্র হয়ে আছেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে শুরুর আগে সাম্প্রতিক ফর্ম নিয়ে চাপের মুখে ছিলেন। আসলে যতটা না ফর্ম তার চেয়ে বেশি অসময়ে শট খেলে আউট হওয়া নিয়ে। টেস্ট শুরুর আগে চট্টগ্রামে পাঁচ দিনের অনুশীলনে মনোযোগী মুশফিকেরই দেখা মেলে।
পাশে পেয়েছিলেন দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও। কোচের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করে রানের ফেরার সঙ্গে ইনিংসটা বড় করেছেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে। আগের দিন ৫৩ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। ইনিংসে ছিল মাত্র দুটি চার। ৫০০০ রান থেকে ১৫ রান দূরে ছিলেন। আজ চতুর্থ দিন সকালেও বেশ সাবধানী ছিলেন। প্রথম ঘণ্টায় করেন ১৪ রান। পানি-পানের বিরতির পর প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান।
৮১ ম্যাচ ও ১৪৯ ইনিংসে ৫ হাজার রান পূরণ হয়েছে মুশফিকের। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে এ ক্লাবে জায়গা করে নিতে পারতেন তামিম ইকবাল। পেশিতে টান পড়ার কারণে গতকাল চা-বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি ১৩৩ রানে অপরাজিত থাকা তামিম। ৫০০০ রান থেকে ১৯ রান দূরে আছেন তামিম।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:
সৌদি আরবের আল নাসরে সময়টা ভালোই যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। নিয়মিত গোল করছেন। সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। তবে এমন ছন্দে থাকা রোনালদোর আর বেশি দিন হয়তো সৌদি ক্লাবে থাকা হবে না।
৪০ মিনিট আগেদক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ নেমেছে ধবলধোলাই এড়ানোর মিশনে।
২ ঘণ্টা আগেরোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিরাট কোহলি ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) ক্রিকেটের রাজকীয় সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন। কোহলির সিদ্ধান্ত ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জড়িয়ে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে টেলিভিশন চ্যানেলে দেখা যায় না লা লিগার কোনো ম্যাচ। সেক্ষেত্রে আজ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই দেখার কোনো উপায় নেই। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে এল ক্লাসিকো। তবে মোবাইলে বেশ কয়েকটি স্ট্রিমিং অ্যাপে দেখা যাবে খেলা। সেজন্য ডাউনলোড করতে হবে স্পোর্টজফাই অ্যাপ...
৪ ঘণ্টা আগে