নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
উইকেটে থাকা সঙ্গী লিটন দাসের দিকে ছোট্ট একটা ‘থাম্বস আপ’। এরপর ব্যাট উঁচিয়ে লিটনের সঙ্গে করমর্দন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০০০ রানের ক্লাবে পা রাখার মুহূর্তে মুশফিকুর রহিমের উদ্যাপন বলতে এটুকু। এমন বিশেষ একটা ব্যাপার, সেটা উদ্যাপনের জন্য কি না আম্পায়ারের নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হলো মুশফিককে।
আসিথা ফার্নান্দোর শর্ট বলটা লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ছেড়ে দিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু পাঁজর ঘেঁষে বেরিয়ে যাওয়ার মুখে সেটা গ্লাভস ছুঁয়ে যায় মুশফিকের। দুই রান নিয়ে টেস্টে ৫০০০ রানের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। উদ্যাপনের সময়টাতে মুখে হাসির রেখার চেয়ে হয়তো স্বস্তির নিশ্বাসই বেশি ফেলছিলেন মুশফিক।
খেলার প্রতি মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। সবার আগে মাঠে আসা, প্রস্তুতির এক বিন্দুও ঘাটতি না রাখতে বাড়তি অনুশীলন-মুশফিক অনেক দিন ধরেই অনুকরণীয় চরিত্র হয়ে আছেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে শুরুর আগে সাম্প্রতিক ফর্ম নিয়ে চাপের মুখে ছিলেন। আসলে যতটা না ফর্ম তার চেয়ে বেশি অসময়ে শট খেলে আউট হওয়া নিয়ে। টেস্ট শুরুর আগে চট্টগ্রামে পাঁচ দিনের অনুশীলনে মনোযোগী মুশফিকেরই দেখা মেলে।
পাশে পেয়েছিলেন দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও। কোচের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করে রানের ফেরার সঙ্গে ইনিংসটা বড় করেছেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে। আগের দিন ৫৩ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। ইনিংসে ছিল মাত্র দুটি চার। ৫০০০ রান থেকে ১৫ রান দূরে ছিলেন। আজ চতুর্থ দিন সকালেও বেশ সাবধানী ছিলেন। প্রথম ঘণ্টায় করেন ১৪ রান। পানি-পানের বিরতির পর প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান।
৮১ ম্যাচ ও ১৪৯ ইনিংসে ৫ হাজার রান পূরণ হয়েছে মুশফিকের। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে এ ক্লাবে জায়গা করে নিতে পারতেন তামিম ইকবাল। পেশিতে টান পড়ার কারণে গতকাল চা-বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি ১৩৩ রানে অপরাজিত থাকা তামিম। ৫০০০ রান থেকে ১৯ রান দূরে আছেন তামিম।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:
উইকেটে থাকা সঙ্গী লিটন দাসের দিকে ছোট্ট একটা ‘থাম্বস আপ’। এরপর ব্যাট উঁচিয়ে লিটনের সঙ্গে করমর্দন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০০০ রানের ক্লাবে পা রাখার মুহূর্তে মুশফিকুর রহিমের উদ্যাপন বলতে এটুকু। এমন বিশেষ একটা ব্যাপার, সেটা উদ্যাপনের জন্য কি না আম্পায়ারের নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হলো মুশফিককে।
আসিথা ফার্নান্দোর শর্ট বলটা লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ছেড়ে দিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু পাঁজর ঘেঁষে বেরিয়ে যাওয়ার মুখে সেটা গ্লাভস ছুঁয়ে যায় মুশফিকের। দুই রান নিয়ে টেস্টে ৫০০০ রানের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। উদ্যাপনের সময়টাতে মুখে হাসির রেখার চেয়ে হয়তো স্বস্তির নিশ্বাসই বেশি ফেলছিলেন মুশফিক।
খেলার প্রতি মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। সবার আগে মাঠে আসা, প্রস্তুতির এক বিন্দুও ঘাটতি না রাখতে বাড়তি অনুশীলন-মুশফিক অনেক দিন ধরেই অনুকরণীয় চরিত্র হয়ে আছেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে শুরুর আগে সাম্প্রতিক ফর্ম নিয়ে চাপের মুখে ছিলেন। আসলে যতটা না ফর্ম তার চেয়ে বেশি অসময়ে শট খেলে আউট হওয়া নিয়ে। টেস্ট শুরুর আগে চট্টগ্রামে পাঁচ দিনের অনুশীলনে মনোযোগী মুশফিকেরই দেখা মেলে।
পাশে পেয়েছিলেন দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও। কোচের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করে রানের ফেরার সঙ্গে ইনিংসটা বড় করেছেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে। আগের দিন ৫৩ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। ইনিংসে ছিল মাত্র দুটি চার। ৫০০০ রান থেকে ১৫ রান দূরে ছিলেন। আজ চতুর্থ দিন সকালেও বেশ সাবধানী ছিলেন। প্রথম ঘণ্টায় করেন ১৪ রান। পানি-পানের বিরতির পর প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান।
৮১ ম্যাচ ও ১৪৯ ইনিংসে ৫ হাজার রান পূরণ হয়েছে মুশফিকের। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে এ ক্লাবে জায়গা করে নিতে পারতেন তামিম ইকবাল। পেশিতে টান পড়ার কারণে গতকাল চা-বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি ১৩৩ রানে অপরাজিত থাকা তামিম। ৫০০০ রান থেকে ১৯ রান দূরে আছেন তামিম।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:
অস্ট্রেলিয়ার কাছে তিন টেস্টের তিনটিতেই বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ধারাবাহিকতা বজায় থাকল টি-টোয়েন্টি সিরিজেও। সিরিজের প্রথম চার টি-টোয়েন্টির চারটিতেই জিতেছে অস্ট্রেলিয়া।
২৩ মিনিট আগেভারত-পাকিস্তানের মাঠের লড়াই এখন তেমন একটা জমজমাট হয় না। বেশির ভাগ ম্যাচই একতরফাভাবে জেতে ভারত। তবে মাঠের ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবস্থা যেমনই হোক না কেন, মাঠের বাইরে তাদের বিভিন্ন ঘটনা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এমনকি পাকিস্তান কোনো ম্যাচ না খেললেও আলোচনায় ঠিকই চলে আসে।
১ ঘণ্টা আগেক্রিস্টিয়ানো রোনালদো ২০২৩ সালে আল নাসরে যাওয়ার পর সৌদি আরবে ফুটবলারদের যাওয়ার ধুম পড়ে গেছে। নেইমার, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনোরাও খেলেছেন সৌদি ক্লাবে। এবার পর্তুগালের তরুণ ফুটবলার হোয়াও ফেলিক্সের ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে২০২৫ এনসিএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর, শেষ ৪ অক্টোবর। এনসিএল টি-টোয়েন্টির বিষয়ে জানাতে গিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান কাল বলেছেন নতুন এক টুর্নামেন্ট আয়োজন নিয়ে।
২ ঘণ্টা আগে