Ajker Patrika

মুশফিকের স্বস্তি ফেরানো সেঞ্চুরিতে বাংলাদেশের লিড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৮ মে ২০২২, ১৬: ৩২
মুশফিকের স্বস্তি ফেরানো সেঞ্চুরিতে বাংলাদেশের লিড

একেবারেই যে রান পাচ্ছিলেন না; তা নয়। তবে দল ও সমর্থকদের যে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না মুশফিকুর রহিম।

দেশের ব্যাটিং লাইন আপের ভরসার প্রতীক হয়ে ওঠা মুশফিক নিজের দায়িত্বটাই যেন ভুলে গিয়েছিলেন। টেস্টেও টি-টোয়েন্টি ধাঁচের শট খেলতে গিয়ে গত কয়েক মাসে উইকেট বিলিয়ে দিয়েছেন। সর্বমহলে সমালোচিতও হয়েছেন।

দুঃসময় পেছনে ঠেলে মুশফিকের ব্যাটে অবশেষে চওড়া হাসি। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের সকালেই প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। দুই বছর পর তিন অঙ্কের দেখা পেয়েও রয়ে-সয়ে খেলছেন তিনি। তাঁর ইনিংসের সুবাদেই ৩৯ রানের লিড নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৪৩৬ রান।

ইনিংসের ১৫৩তম ওভারের তৃতীয় বলে আসিথা ফার্নান্দোকে বাউন্ডারি মেরে মুশফিক পূর্ণ করেন সেঞ্চুরি। ২৭০ বলের ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাজিক্যাল ফিগার ছোঁয়ার পথে মেরেছেন মাত্র চারটি বাউন্ডারি।

মুশফিকের তৃতীয় দিনের সঙ্গী লিটন দাসও ছিলেন সেঞ্চুরির পথে। তবে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ১২ রান দূর থাকতে। লিটন আউট হওয়ার পরের বলেই ক্লিন বোল্ড তামিম ইকবাল। চোটে পড়ে আগের দিন চা-বিরতির পর ব্যাটিংয়ে না নামা তামিম আজ আর কোনো রান যোগ করতে পারেননি। মুশফিক ৫০০০ রান ছুঁয়ে ফেললেও বন্ধুপ্রতিম সতীর্থের রেকর্ডে সঙ্গী হতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। লিটন-তামিম দুজনেরই ঘাতক ‘কনকাশন সাব’ কাসুন রাজিথা।

চা-বিরতিতে যাওয়ার আগে মুশফিককে সঙ্গ দিচ্ছিলেন বল হাতে আলো ছড়ানো নাঈম হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত