Ajker Patrika

দুঃস্বপ্নের বিকেলে সেই মুশফিক-লিটনেই ভরসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২২, ১৮: ৫৫
দুঃস্বপ্নের বিকেলে সেই মুশফিক-লিটনেই ভরসা

ম্যাচের পরিস্থিতি যেমনই হোক দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং-ধস এক প্রকার নিয়ম হয়ে গেছে। ঢাকা টেস্ট যেটার আরেকটা উদাহরণ হয়ে থাকল। চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩৪ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৪১ রানে এগিয়ে অলআউট হয় শ্রীলঙ্কা। লঙ্কানদের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১০৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। সফরকারীদের অলআউট করে ব্যাটিংয়ে নেমে যেন উল্টো বিপর্যয় ডেকে আনে বাংলাদেশ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হন তামিম ইকবাল। ৬৭ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার জোড়া শূন্য রানে আউট হলেন বাংলাদেশ ওপেনার।

আউটের মিছিলে তামিমকে অনুসরণ করেন নাজমুল হোসেন শান্ত (২), মাহমুদুল হাসান জয় (১৫) ও মুমিনুল হক (০)। ব্যাটিংয়ে হতাশার সময়টা ত্বরান্বিত করেছেন মুমিনুল। সর্বশেষ সাত ইনিংসে দুই অঙ্কের দেখা পাননি বাংলাদেশ অধিনায়ক। ৪ উইকেটের দুটি নিয়েছেন আসিদা ফার্নান্দো। একটি আরেক পেসার কাসুন রাজিথা। রানআউটের শিকার হয়েছে শান্ত। 

বিপর্যয় সামালের দায়িত্বে আবার মুশফিকুর রহিম আর লিটন দাস। ১৪ রানে অপরাজিত থেকে শেষ দিনের খেলা শুরু করবেন মুশফিক। তাঁর সঙ্গী লিটনের শুরু করবেন ২ রানে। 

এর আগে চতুর্থ দিনের প্রথম দুই সেশনে শ্রীলঙ্কার একটি উইকেটও ফেলতে পারেনি বাংলাদেশ। তবে দিনের শেষ সেশনে ভিন্ন এক বাংলাদেশের দেখা মিলল। ৫ উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৫০৫ রানে থামিয়েছে স্বাগতিকেরা।

বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১৪০ রানে এগিয়ে থেকে নিজেদের ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ৫ উইকেটের দুটি নিয়েছেন সাকিব আল হাসান। বাকি তিনটির মধ্যে দুটি নিয়েছেন ইবাদত হোসেন, একটি রানআউট। শ্রীলঙ্কাকে বড় লিডের পথে নিয়ে যাচ্ছিলেন অ্যাঞ্জোলো ম্যাথুস আর দিনেশ চান্ডিমাল। চান্ডিমালকে তামিমের ক্যাচ বানিয়ে ১২৪ রানে থামা ইবাদত। 

ম্যাথুস-চান্ডিমালের জুটি থেকে আসে ১৯৯ রান। এ উইকেট পতনের পর দ্রুতই শ্রীলঙ্কার লেজ ছেঁটে ফেলে বাংলাদেশ। উইকেটকিপার ব্যাটার নিরোশান ডিকভেলাকে লিটন দাসের গ্লাভসবন্দি করে ফিরিয়েছেন সাকিব। রামেশ মেন্ডিসকে (১০) এলবিডব্লিউ করেন ইবাদত। 

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

সাকিবের ৫ নম্বর শিকারে পরিণত হন প্রাভিন জয়াবিক্রমা। টেস্ট ক্যারিয়ারের সাকিবের ১৯ তম পাঁচ উইকেট। শ্রীলঙ্কার শেষ ব্যাটার হিসেবে রানআউট হন আসিথা ফান্দার্দো। এক প্রান্তে ১৪৫ রানে অপরাজিত থাকেন ম্যাথুস। এর আগে দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান করে শ্রীলঙ্কা। পরের সেশনেও উইকেট হারায়নি তারা। শেষ সেশনের প্রথম ভাগে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব-ইবাদত। যদিও ব্যাটারদের ব্যর্থতায় সেটা ফিকে হওয়ার পথে।

খেলা সম্পর্কিত খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত