Ajker Patrika

দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৪: ৪৮
Thumbnail image

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তবে প্রথম পাওয়ার প্লে শেষ হতেই দুজনই ফিরেছেন সাজঘরে। দাপুটে শুরুর পর দুই ওপেনারকে হারিয়ে ছন্দপতন বাংলাদেশের। 

আজ হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৬.১ ওভারে ২ উইকেটে ৯০ রান। 

ইনিংসের শুরু থেকে সাবলীল শুরু করেন তামিম। এক প্রান্তে দ্রুত রানের চাকা এগিয়ে নেন তিনি। অন্য পাশে কিছুটা ধীরগতির ব্যাটিং করেন বিজয়। দলীয় ফিফটি পেরোতেই ১০ বাউন্ডারিতে ৪৩ বলে ব্যক্তিগত ফিফটিও ছুঁয়ে ফেলেন তামিম। সিরিজে দ্বিতীয়বারের মতো ফিফটি পেয়েছেন তিনি। 

ফিফটি করে থিতু হতে পারেননি তামিম। ৪৫ বলে ৫০ রান করে চিভাঙ্গার শিকার হন তিনি। পুল করতে গিয়ে কাইতানোর ক্যাচবদ্ধ হন বাংলাদেশ অধিনায়ক। ৯ বলের ব্যবধানে ফেরেন বিজয়ও। আগের ম্যাচে দারুণ এক ইনিংস খেলা এই ব্যাটার ২৫ বলে করেছেন ২০ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত