Ajker Patrika

‘বাংলাদেশে একটা সেঞ্চুরি করলে ব্র‍্যাডম্যানের চেয়ে বড় হয়ে যায়’

আপডেট : ১৮ মে ২০২২, ২১: ৫১
‘বাংলাদেশে একটা সেঞ্চুরি করলে ব্র‍্যাডম্যানের চেয়ে বড় হয়ে যায়’

টেস্ট সেঞ্চুরির দেখা পেতে মুশফিকুর রহিমকে অপেক্ষা করতে হলো দীর্ঘ ২৭ মাস। এই সময়ে মাঠের বাইরে মুশফিককে শুনতে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সংবাদ সম্মেলনে সমালোচকদের উদ্দেশে তিক্ত মন্তব্য করা নিয়েও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে। 

অবশেষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করে ব্যাটেই সবকিছুর জবাব দিলেন মুশফিক। আজ চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আরও একবার সমর্থক, সমালোচক সবাইকে একটা বার্তা দিলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার। 

মুশফিক মনে করেন, ক্রিকেটারদের ভালো সময়ে সমর্থকেরা অতি আবেগী হয়ে পড়েন। আর খারাপ সময়ে তাদের (সমর্থকদের) খুঁজেই পাওয়া যায় না। কিছুটা আক্ষেপ নিয়ে মুশফিক বলেন,‘একমাত্র বাংলাদেশেই দেখেছি একটা সেঞ্চুরি করলে ব্র্যাডম্যানের চেয়ে বড় কিছু হয়ে যায়। আবার দুই-তিনটা ম্যাচে রান না করলে গর্তে ফেলে দেয়। এটা একমাত্র বাংলাদেশেই হয়। জানি না এটা কারা করে, এটা তাদের সমস্যা।’

দেশের ক্রিকেটের স্বার্থে আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন করার আহ্বান জানান মুশফিক। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০০ ক্লাবে প্রবেশ করা মুশফিক জানিয়েছেন, এতে অনুপ্রাণিত হবে জুনিয়র ক্রিকেটাররা, ‘আমার মনে হয় তারা যদি আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন জোগান তাহলে খেলোয়াড়দের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো। কারণ আমরাতো সিনিয়র ক্রিকেটার, আমরা হয়তো বেশি দিন খেলবও না। আমি মনে করি জুনিয়র ক্রিকেটারদের যদি সমর্থনটা দেওয়া যায় তাহলে তারা আরও অনুপ্রাণিত হবে।’ 

ক্রিকেটারদের আসল কাজ মাঠে। তবে বিভিন্ন সময় মাঠের বাইরে তাদের আরও অনেক কিছু সামলাতে হয়। যা মাঠের খেলায় প্রভাব ফেলে উল্লেখ করে মুশফিক বলেন,‘অন দ্য ফিল্ড আমাদের এত কিছু করতে হয় এখন অফ দ্য ফিল্ডে যদি এগুলো করতে হয় তবে মাঠের কাজগুলো কঠিন হয়ে যায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত