আজকের তারাবি-১৫: যে নারীকে অপবাদমুক্ত করতে ১০টি আয়াত নাজিল হয়েছিল
আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের ১৮ তম পারা তিলাওয়াত করা হবে। সুরা মুমিনুন, সুরা নুর ও সুরা ফুরকানের ১ থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে। এই অংশে দীনের মূলনীতি, মুমিনের গুণ, খাঁটি ইমান, ব্যভিচার, ব্যভিচারের অপবাদ, অপপ্রচারের শাস্তি, দৃষ্টির হেফাজত, ঘরে প্রবেশের অনুমতি, বিধবাদের বিয়ের ব্যবস্থাসহ নানা