আজকের তারাবি-২১: মুসা (আ.)-এর কঠিন বিপদে পাশে ছিলেন ফেরাউনের ভাই
আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের ২৪ তম পারা তিলাওয়াত করা হবে। সুরা জুমারের ৩২ থেকে সুরা মুমিন, সুরা হামিম সাজদা ১ থেকে ৪৬ নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে। এই অংশে মৃত্যু, নিরাশা, হক-বাতিল, মুমিন ব্যক্তি কর্তৃক ফেরাউনকে সতর্ক, বান্দার ডাকে আল্লাহর সাড়া, আল্লাহকে চেনার উপায়, কোরআন হেদায়াত ও শেফা, মানুষের কল