ক্ষতিপূরণ পেলেন ডলার হারানো কৃষ্ণা-সানজিদারা
বিমানবন্দরে লাগেজ থেকে ডলার চুরির ঘটনায় খানিকটা মুষড়ে পড়েছিলেন সাফজয়ী তিন নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও শামসুন্নাহার সিনিয়র। সেই অর্থ ফেরত না এলেও ক্ষতিপূরণ পেয়েছেন তিন ফুটবলার। নিজ উদ্যোগে তিন ফুটবলারের অর্থ ও ফোন তুলে দিয়েছেন বাফুফে মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ।