বিশ্বনাথের ৭ ইউনিয়নেই পানি
ফের বন্যায় প্লাবিত হয়েছে বিশ্বনাথ উপজেলার লামাকাজি, রামপাশা খাজাঞ্চি, দৌলতপুর ও অলংকারি, দশঘর ও সদর ইউনিয়ন। সাতটি ইউনিয়নের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। খাজাঞ্চি রেলওয়ে স্টেশন, হাটবাজার ও সড়কগুলো পানিতে তলিয়ে গেছে।