নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সপ্তাহের প্রথম কর্মদিবসে নগরীতে দেখা দিয়েছে তীব্র যানজট। যানজটে দীর্ঘ সময় রাস্তায় বসে থাকতে হচ্ছে মানুষকে। একদিকে তীব্র যানজট আরেকদিকে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষেরা।
আজ রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এ অবস্থা দেখা গেছে। ফার্মগেট থেকে মহাখালী, বিমানবন্দর থেকে গাজীপুরগামী পরিবহনগুলোকে বিমানবন্দর এলাকায় যানজটে আটকে থাকতে হয় দীর্ঘ সময়। এ ছাড়া রাজধানীর রামপুরা, বাড্ডা, কুড়িলসহ আশপাশের এলাকার সড়কগুলোতেও ছিল যানজট।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমাবেশ থাকায় এ এলাকাতেও তীব্র যানজট দেখা গেছে। প্রেসক্লাব থেকে পল্টন হয়ে ফকিরাপুল পর্যন্ত একদম রাস্তা বন্ধ হয়ে আছে। একইভাবে পল্টন থেকে জিপিও মোড় হয়ে মতিঝিল এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সড়কেও সৃষ্টি হয়েছে যানজট।
বাস চালকেরা জানান, এই সড়কগুলোতে যানজট এমনিতেও থাকে। তবে আজকে বিএনপির সমাবেশের কারণে জট একটু বেশি।
সুপ্রিম কোর্টের সামনে বাস চালক রবিউল জানান, এক ঘণ্টারও বেশি সময় এক জায়গায় আটকে আছি। প্রেসক্লাবে সমাবেশের কারণে গাড়িগুলো বামে যাইতে পারছে না। তাই নিরুপায় হয়ে এখানে বসে আছি।
এদিকে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরাও। বেসরকারি চাকরি করেন হুমাইরা আক্তার। শাহবাগ থেকে এসেছেন বনানী। তিনি জানান, সকালে ৯টায় গাড়িতে উঠেছেন, যানজটের কবলে গাড়ির গতি কমেছে। ফলে অফিসে প্রায় ১ ঘণ্টা দেরিতে আসতে হয়েছে। দুই ঘণ্টা বাসে বসে থাকার পরে দশটার দিকে সে তার অফিসে পৌঁছেছে।
যানজটে অতিষ্ঠ নগরবাসীর অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তেজগাঁও এলাকার মো. আজিজ নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান, কয়েক দিন ধরে রাস্তায় যানজট বাড়ছে। সে জন্য অফিসে যেতে দেরি হচ্ছে। আজও রাস্তায় প্রচন্ড যানজট। গাড়ি চলেই না। তাই অনেকটা পথ হেঁটেই অফিসে যেতে হচ্ছে।
যানজটের কারণ জানতে চাইলে পল্টন মোড়ে কর্মরত ট্রাফিক সার্জেন্ট কাওসার টিটু আজকের পত্রিকা’কে বলেন, ‘ঢাকায় ত এমনিতেই প্রচুর যানজট থাকে। তার ওপর বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা সমাবেশের কারণে তা আরও বাড়ছে।’
সপ্তাহের প্রথম কর্মদিবসে নগরীতে দেখা দিয়েছে তীব্র যানজট। যানজটে দীর্ঘ সময় রাস্তায় বসে থাকতে হচ্ছে মানুষকে। একদিকে তীব্র যানজট আরেকদিকে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষেরা।
আজ রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এ অবস্থা দেখা গেছে। ফার্মগেট থেকে মহাখালী, বিমানবন্দর থেকে গাজীপুরগামী পরিবহনগুলোকে বিমানবন্দর এলাকায় যানজটে আটকে থাকতে হয় দীর্ঘ সময়। এ ছাড়া রাজধানীর রামপুরা, বাড্ডা, কুড়িলসহ আশপাশের এলাকার সড়কগুলোতেও ছিল যানজট।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমাবেশ থাকায় এ এলাকাতেও তীব্র যানজট দেখা গেছে। প্রেসক্লাব থেকে পল্টন হয়ে ফকিরাপুল পর্যন্ত একদম রাস্তা বন্ধ হয়ে আছে। একইভাবে পল্টন থেকে জিপিও মোড় হয়ে মতিঝিল এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সড়কেও সৃষ্টি হয়েছে যানজট।
বাস চালকেরা জানান, এই সড়কগুলোতে যানজট এমনিতেও থাকে। তবে আজকে বিএনপির সমাবেশের কারণে জট একটু বেশি।
সুপ্রিম কোর্টের সামনে বাস চালক রবিউল জানান, এক ঘণ্টারও বেশি সময় এক জায়গায় আটকে আছি। প্রেসক্লাবে সমাবেশের কারণে গাড়িগুলো বামে যাইতে পারছে না। তাই নিরুপায় হয়ে এখানে বসে আছি।
এদিকে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরাও। বেসরকারি চাকরি করেন হুমাইরা আক্তার। শাহবাগ থেকে এসেছেন বনানী। তিনি জানান, সকালে ৯টায় গাড়িতে উঠেছেন, যানজটের কবলে গাড়ির গতি কমেছে। ফলে অফিসে প্রায় ১ ঘণ্টা দেরিতে আসতে হয়েছে। দুই ঘণ্টা বাসে বসে থাকার পরে দশটার দিকে সে তার অফিসে পৌঁছেছে।
যানজটে অতিষ্ঠ নগরবাসীর অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তেজগাঁও এলাকার মো. আজিজ নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান, কয়েক দিন ধরে রাস্তায় যানজট বাড়ছে। সে জন্য অফিসে যেতে দেরি হচ্ছে। আজও রাস্তায় প্রচন্ড যানজট। গাড়ি চলেই না। তাই অনেকটা পথ হেঁটেই অফিসে যেতে হচ্ছে।
যানজটের কারণ জানতে চাইলে পল্টন মোড়ে কর্মরত ট্রাফিক সার্জেন্ট কাওসার টিটু আজকের পত্রিকা’কে বলেন, ‘ঢাকায় ত এমনিতেই প্রচুর যানজট থাকে। তার ওপর বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা সমাবেশের কারণে তা আরও বাড়ছে।’
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩৩ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৪২ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে