কারণটা বিদ্যমান ব্যবস্থার অন্তর্গত
আমাদের তরুণেরা কেবল মাদকাসক্ত নয়, কল্পনীয়-অকল্পনীয় কত রকমের, কত সব অপরাধে লিপ্ত, তার খবর জানার উপায় নেই। মাঝে মাঝে যা উন্মোচন ঘটে, তাতে চমকে উঠতে হয়। যেমন গতবারের দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা করা হয়েছিল। পূজায় হামলা আগেও হয়েছে; কিন্তু গতবার হয়েছে বহু স্থানে, কমপক্ষে ১৬টি জেলায়। এমনটি আগে কখনো ঘটেন