Ajker Patrika

মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৩২ 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৫: ১৯
মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৩২ 

ইরানের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। আজ শুক্রবার ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরানের কাস্পিয়ান সাগরতীরবর্তী প্রদেশ জিলানের লানজারুদ এলাকার একটি আফিম আসক্ত পুনর্বাসন কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ড ঠিক কোন সময় সূত্রপাত হয় বা শেষ হয় সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি মেহের নিউজের প্রতিবেদনে। 

ইরানি বিচার বিভাগের মুখপাত্র ও সরকারি সংবাদমাধ্যম মিজান নিউজ পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, বিচার বিভাগ ওই অগ্নিকাণ্ড ও হতাহতের বিষয়টির তদন্ত শুরু করেছে। পাশাপাশি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রটির ব্যবস্থাপক ও অন্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

জাতিসংঘের তথ্য অনুসারে, বিশ্বের যেসব দেশে মাদকাসক্তির সমস্যা প্রকট, তার মধ্যে ইরান একটি। কেবল মাদকাসক্তিই নয়, দেশটিতে মাদক চোরাচালান, মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধের হারও অনেক বেশি। ইরানের প্রতিবেশী আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ আফিম উৎপাদন করা হয়। এসব আফিম ইরান হয়েই চোরাচালানিদের হাত ধরে পশ্চিম ইউরোপে পৌঁছে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত