Ajker Patrika

যাত্রাবাড়ীতে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত

ঢামেক প্রতিবেদক
যাত্রাবাড়ীতে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে আয়শা আক্তার রনি (৪৫) নামে বড় বোন নিহত হয়েছে। এ ঘটনায় ওই ছেলের ছুরিকাঘাতে তাঁর বাবাও আহত হয়েছেন। আজ সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দনিয়া রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় আয়েশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা মোখলেছুর রহমান জানান, তার ছেলে রবিন জিহাদ মাদকাসক্ত। আজকে তার চিকিৎসা করানোর জন্য একটি রিহাব সেন্টারে ভর্তির সিদ্ধান্ত নেন তাঁরা। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য মেয়ে আয়েশা তাঁদের বাসায় আসে। রবিনের সঙ্গে চিকিৎসা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আয়েশাকে ছুরিকাঘাত করে সে। মেয়েকে বাঁচাতে গিয়ে ছেলের ছুরিকাঘাতে তিনিও আহত হন। 

মোখলেছুর রহমান আরও জানান, আয়েশার স্বামী কামাল হোসেন ইতালিপ্রবাসী। বর্তমানে দুই মেয়ে এক ছেলেকে নিয়ে দনিয়ার রসুলবাগ এলাকায় থাকতেন। তার পাশের একটি বাসায় তিনি থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের বাসায় আসে আয়েশা। এ সময় আয়েশার ছোট ভাই রবিন জিহাদের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে রবিন আয়েশার বুকে ছুরিকাঘাত করে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত