উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানোর জেরে ভগ্নিপতি রাসেল খানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শেখ রহমানের (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএমপির উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে র্যাব-১০ রহমানকে গ্রেপ্তার করেছে।
এর আগে একইদিন ভোরে শ্রীনগরের রুদ্রপাড়া গ্রামে বসতঘরে ঘুমন্ত রাসেল খানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। শেখ রহমান একই গ্রামের মৃত শেখ তফির ছেলে এবং নিহত রাসেল খানের স্ত্রীর বড় ভাই।
আজ শুক্রবার বিকেলে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তারকৃত আসামি শেখ রহমান ভুক্তভোগী রাসেলের স্ত্রীর বড় ভাই। রহমান বেশ কিছুদিন যাবৎ মাদকাসক্ত হয়ে পড়েন। ফলে তিনি মাদকের অর্থের জন্য বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।
অতঃপর রাসেল বিষয়টি রহমানের পরিবারের সঙ্গে আলোচনা করে রহমানকে চিকিৎসার জন্য একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠান। সেখান থেকে চিকিৎসা শেষে রহমান গত ৩ সেপ্টেম্বর বাড়ি ফেরেন। বিষয়টি নিয়ে রাসেলের প্রতি রহমানের ক্ষোভ সৃষ্টি হয়।
আমিনুল ইসলাম আরও জানান, এদিকে রহমান ৪০ দিনের চিল্লায় যাওয়ার কথা জানালে পরিবারের সবাই আনন্দিত হয়। বিষয়টি শুনে রাসেল তার স্ত্রীর বড় ভাইকে পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন। চিল্লায় যাওয়ার জন্য গত ১১ সেপ্টেম্বর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হন রহমান।
এরপর গত ১৩ সেপ্টেম্বর শ্রীনগরের রুদ্রপাড়া এলাকার তার খালু শ্বশুরের টিনশেড রুমে রাত্রি যাপন করেন তিনি। পরদিন ভোরে রাসেলের ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে ঘুমন্ত রাসেলের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান রহমান।
পরে রাসেলের পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাসেলের বাবা রশিদ খান বাদী হয়ে শ্রীনগর থানায় শেখ রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
র্যাব কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত করে হত্যাকারী শেখ রহমানকে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে শ্রীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানোর জেরে ভগ্নিপতি রাসেল খানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শেখ রহমানের (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএমপির উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে র্যাব-১০ রহমানকে গ্রেপ্তার করেছে।
এর আগে একইদিন ভোরে শ্রীনগরের রুদ্রপাড়া গ্রামে বসতঘরে ঘুমন্ত রাসেল খানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। শেখ রহমান একই গ্রামের মৃত শেখ তফির ছেলে এবং নিহত রাসেল খানের স্ত্রীর বড় ভাই।
আজ শুক্রবার বিকেলে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তারকৃত আসামি শেখ রহমান ভুক্তভোগী রাসেলের স্ত্রীর বড় ভাই। রহমান বেশ কিছুদিন যাবৎ মাদকাসক্ত হয়ে পড়েন। ফলে তিনি মাদকের অর্থের জন্য বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।
অতঃপর রাসেল বিষয়টি রহমানের পরিবারের সঙ্গে আলোচনা করে রহমানকে চিকিৎসার জন্য একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠান। সেখান থেকে চিকিৎসা শেষে রহমান গত ৩ সেপ্টেম্বর বাড়ি ফেরেন। বিষয়টি নিয়ে রাসেলের প্রতি রহমানের ক্ষোভ সৃষ্টি হয়।
আমিনুল ইসলাম আরও জানান, এদিকে রহমান ৪০ দিনের চিল্লায় যাওয়ার কথা জানালে পরিবারের সবাই আনন্দিত হয়। বিষয়টি শুনে রাসেল তার স্ত্রীর বড় ভাইকে পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন। চিল্লায় যাওয়ার জন্য গত ১১ সেপ্টেম্বর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হন রহমান।
এরপর গত ১৩ সেপ্টেম্বর শ্রীনগরের রুদ্রপাড়া এলাকার তার খালু শ্বশুরের টিনশেড রুমে রাত্রি যাপন করেন তিনি। পরদিন ভোরে রাসেলের ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে ঘুমন্ত রাসেলের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান রহমান।
পরে রাসেলের পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাসেলের বাবা রশিদ খান বাদী হয়ে শ্রীনগর থানায় শেখ রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
র্যাব কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত করে হত্যাকারী শেখ রহমানকে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে শ্রীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগে