সেদিনের সেই আলো আজ জ্বলজ্বলে তারা
বেদনায় ভরা ছিল দিনটি। লাশ পড়েছে ঢাকায়, এ খবর রটে গিয়েছিল। থোকা থোকা কয়েকটি নাম—রফিক, বরকত, জব্বার, সালাম, সফিউর, অহিউল্লাহ, আবদুল আওয়াল, সিরাজুদ্দিন। পুরো নামের দরকার পড়ে না। সংক্ষেপে বলা নামগুলোই যেন এক-একটা গ্রেনেড। ২১ ও ২২ ফেব্রুয়ারি তাঁরা শহীদ হলে পুরো দেশে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল মানুষ। সে এক