অনলাইন ডেস্ক
এবারের ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা পদকের জন্য মনোনীত হয়েছেন মহেন্দ্র কুমার মিশ্র। চালুর তিন বছরে এই পুরস্কারের জন্য মনোনীত তিনিই প্রথম ভারতীয়। মাতৃভাষার প্রচারে আজীবন সেবার জন্য ওড়িশার বিশিষ্ট ভাষাবিদ লোকসাহিত্যিককে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পদক তুলে দেবেন। এই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএলআই) মহাপরিচালক অধ্যাপক হাকিম আরিফ তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন, বাইরের দেশে নিজ দেশের ভাষার প্রচার-প্রসারে অবদান রাখার জন্য দেশের এবং দেশের বাইরের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয়।
১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত বহুভাষিক শিক্ষা বিষয়ে ‘রাজ্য সমন্বয়কারী’ হিসেবে কাজ করেন মিশ্র। সেইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষাগ্রহণের প্রবর্তকও তিনি। স্কুল শিক্ষায় বিপন্ন ভাষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ওডিশা ও ছত্তিশগড়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল পাঠ্যক্রমে লোককথার ব্যবহারের ব্যাপক তাঁর হাত ধরেই হয়েছিল।
ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৯৯ সালে ওডিশা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার এবং ২০০৯ সালে মধ্যপ্রদেশ সরকারের প্রতিষ্ঠিত বীর শংকর শাহ রঘুনাথ পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননায় ভূষিত হন মহেন্দ্র কুমার মিশ্র। তিনি ২০০১ সালে ওডিয়াতে ফিনিশ মহাকাব্য, কালেভালার অনুবাদের জন্য ফিনল্যান্ডের তুর্কুর কালেভালা ইনস্টিটিউট তাঁকে সম্মানিত করে। তিনি ভারতের কেন্দ্রীয় সাহিত্য একাডেমির ভাষা উন্নয়ন বোর্ডের সদস্য।
ইউনেসকো আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কারের জন্য মিশ্রর মনোনয়ন ভারতে মাতৃভাষা প্রচার ও সংরক্ষণে তাঁর অবদানের প্রমাণ। ভারতের শিক্ষাব্যবস্থায় তাঁর কাজের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তা বিপন্ন ভাষাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। ভাষা ও সংস্কৃতিতে মিশ্রর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাঁর কাজ নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০২১ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই পদকের প্রবর্তন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রতি দুই বছর পরপর এই পদক দেওয়া হয়। মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিদেশে মাতৃভাষার প্রচার-প্রসারে অবদান রাখার জন্য দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয়।
মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানে স্বীকৃতির জন্য জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২১ সালে প্রথমবার ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ দেওয়া হয়েছিল।
ওই বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্মাননা পদক তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
জাতীয় পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের স্বীকৃতিসরূপ এই সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং লাতিন আমেরিকার আদি ভাষাগুলো নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেংকুয়াস বাংলাদেশ সরকারের এই সম্মাননা পেয়েছে।
২০১০ সালের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন অনুযায়ী, এ প্রতিষ্ঠানের দায়িত্ব ২৩টি। এর মধ্যে আছে দেশে ও দেশের বাইরে বাংলা ভাষার প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া, পৃথিবীর বিভিন্ন দেশ ও ক্ষুদ্র জাতিসমূহের ভাষা সংগ্রহ, সংরক্ষণ, এতৎসংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, ভাষা বিষয়ে গবেষণা-জার্নাল প্রকাশনা, সেমিনার ও কর্মশালার আয়োজন, বিভিন্ন ভাষা ও বর্ণমালার জন্য একটি আর্কাইভ নির্মাণ, সংরক্ষণ ও পরিচালনা, ভাষা বিষয়ে একটি জাদুঘর নির্মাণ, আন্তর্জাতিক মানের লাইব্রেরি ও গবেষণাকেন্দ্র স্থাপন ও পরিচালনা করা।
জাতিসংঘ ২১ ফেব্রুয়ারি দিনটিকে ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্দোলনে আত্মোৎসর্গ স্মরণে বাংলাদেশে দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে স্বীকৃত ছিল।
এবারের ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা পদকের জন্য মনোনীত হয়েছেন মহেন্দ্র কুমার মিশ্র। চালুর তিন বছরে এই পুরস্কারের জন্য মনোনীত তিনিই প্রথম ভারতীয়। মাতৃভাষার প্রচারে আজীবন সেবার জন্য ওড়িশার বিশিষ্ট ভাষাবিদ লোকসাহিত্যিককে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পদক তুলে দেবেন। এই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএলআই) মহাপরিচালক অধ্যাপক হাকিম আরিফ তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন, বাইরের দেশে নিজ দেশের ভাষার প্রচার-প্রসারে অবদান রাখার জন্য দেশের এবং দেশের বাইরের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয়।
১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত বহুভাষিক শিক্ষা বিষয়ে ‘রাজ্য সমন্বয়কারী’ হিসেবে কাজ করেন মিশ্র। সেইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষাগ্রহণের প্রবর্তকও তিনি। স্কুল শিক্ষায় বিপন্ন ভাষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ওডিশা ও ছত্তিশগড়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল পাঠ্যক্রমে লোককথার ব্যবহারের ব্যাপক তাঁর হাত ধরেই হয়েছিল।
ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৯৯ সালে ওডিশা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার এবং ২০০৯ সালে মধ্যপ্রদেশ সরকারের প্রতিষ্ঠিত বীর শংকর শাহ রঘুনাথ পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননায় ভূষিত হন মহেন্দ্র কুমার মিশ্র। তিনি ২০০১ সালে ওডিয়াতে ফিনিশ মহাকাব্য, কালেভালার অনুবাদের জন্য ফিনল্যান্ডের তুর্কুর কালেভালা ইনস্টিটিউট তাঁকে সম্মানিত করে। তিনি ভারতের কেন্দ্রীয় সাহিত্য একাডেমির ভাষা উন্নয়ন বোর্ডের সদস্য।
ইউনেসকো আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কারের জন্য মিশ্রর মনোনয়ন ভারতে মাতৃভাষা প্রচার ও সংরক্ষণে তাঁর অবদানের প্রমাণ। ভারতের শিক্ষাব্যবস্থায় তাঁর কাজের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তা বিপন্ন ভাষাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। ভাষা ও সংস্কৃতিতে মিশ্রর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাঁর কাজ নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০২১ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই পদকের প্রবর্তন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রতি দুই বছর পরপর এই পদক দেওয়া হয়। মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিদেশে মাতৃভাষার প্রচার-প্রসারে অবদান রাখার জন্য দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয়।
মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানে স্বীকৃতির জন্য জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২১ সালে প্রথমবার ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ দেওয়া হয়েছিল।
ওই বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্মাননা পদক তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
জাতীয় পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের স্বীকৃতিসরূপ এই সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং লাতিন আমেরিকার আদি ভাষাগুলো নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেংকুয়াস বাংলাদেশ সরকারের এই সম্মাননা পেয়েছে।
২০১০ সালের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন অনুযায়ী, এ প্রতিষ্ঠানের দায়িত্ব ২৩টি। এর মধ্যে আছে দেশে ও দেশের বাইরে বাংলা ভাষার প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া, পৃথিবীর বিভিন্ন দেশ ও ক্ষুদ্র জাতিসমূহের ভাষা সংগ্রহ, সংরক্ষণ, এতৎসংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, ভাষা বিষয়ে গবেষণা-জার্নাল প্রকাশনা, সেমিনার ও কর্মশালার আয়োজন, বিভিন্ন ভাষা ও বর্ণমালার জন্য একটি আর্কাইভ নির্মাণ, সংরক্ষণ ও পরিচালনা, ভাষা বিষয়ে একটি জাদুঘর নির্মাণ, আন্তর্জাতিক মানের লাইব্রেরি ও গবেষণাকেন্দ্র স্থাপন ও পরিচালনা করা।
জাতিসংঘ ২১ ফেব্রুয়ারি দিনটিকে ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্দোলনে আত্মোৎসর্গ স্মরণে বাংলাদেশে দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে স্বীকৃত ছিল।
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৬ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই; এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফায়েড..
১১ ঘণ্টা আগেমজুরি বৈষম্য দূরীকরণ, চাকরির সুরক্ষা নিশ্চিত ও নিজেদের অধিকার আদায় করতে শুধু সংস্কার কমিশনের সুপারিশ যথেষ্ট নয়, বরং আন্দোলন–সংগ্রামও চালিয়ে যেতে হবে—এমনটাই বলেছেন খোদ সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
১৩ ঘণ্টা আগে