নফল রোজার সুবর্ণ সময় শীতকাল
হাদিসে এসেছে, শীতকাল মুমিনের বসন্তকাল। (আহমদ) তবে যে ঋতুতে গাছের পাতা ঝরে পড়ে, সবুজ বন-বনানি শুকিয়ে উজাড় হয়ে যায়, তা বসন্তকাল হয় কী করে? অন্য হাদিসে এই প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘শীতকালকে স্বাগত জানাই। এ ঋতুতে রহমত নাজিল হয়। এর রাত তাহাজ্জুদ আদায়কারীর জন্য দীর্ঘ, আর দিন রোজা পা