মুফতি খালিদ কাসেমি
মহানবী (সা.) ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন। ফরজ নামাজের পর সবচেয়ে তাৎপর্যবহ ও ফজিলতপূর্ণ নামাজ তাহাজ্জুদ। হাদিসে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেন, ‘ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ।’ (মুসলিম)
তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য রাতে ঘুম থেকে জাগতে হয়। ফলে অন্য নামাজ অপেক্ষা এই নামাজে কষ্ট বেশি হয়। এই কষ্ট সহ্য করে তাহাজ্জুদ আদায় করলে প্রবৃত্তিকে দমন করা সহজ হয়। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘নিশ্চয় ইবাদতের জন্য রাতে জাগা এমন, যা কঠিনভাবে প্রবৃত্তি দলন করে এবং যা (নিভৃতে) কথা বলার উত্তম সময়।’ (সুরা মুজজাম্মিল: ৬)
দীর্ঘ সময় ধরে প্রিয় নবী (সা.) তাহাজ্জুদ পড়তেন। এতে তাঁর পা মোবারক ফুলে যেত। আয়েশা (রা.) বলেন, ‘আল্লাহর নবী (সা.) রাতে এত বেশি নামাজ আদায় করতেন যে তাঁর পা ফেটে যেত।’ আয়েশা (রা.) মহানবী (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, আল্লাহ তাআলা তো আপনার আগের ও পরের সব ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, তবু কেন আপনি এসব করছেন?’ তিনি বললেন, ‘আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না?’ (বুখারি) এ হাদিস থেকে তাহাজ্জুদের গুরুত্ব অনুধাবন করা যায়।
মহানবী (সা.) নিজে অধিক পরিমাণে কিয়ামুল লাইল করতেন। তাহাজ্জুদের সময়ে পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন এবং সাহাবিদেরও এই নামাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, নবী (সা.) বললেন, ‘তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে। কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীলদের অভ্যাস, আল্লাহর নৈকট্য অর্জনের উপায়, গুনাহসমূহের কাফফারা এবং পাপকর্মের প্রতিবন্ধক।’ (তিরমিজি)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
মহানবী (সা.) ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন। ফরজ নামাজের পর সবচেয়ে তাৎপর্যবহ ও ফজিলতপূর্ণ নামাজ তাহাজ্জুদ। হাদিসে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেন, ‘ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ।’ (মুসলিম)
তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য রাতে ঘুম থেকে জাগতে হয়। ফলে অন্য নামাজ অপেক্ষা এই নামাজে কষ্ট বেশি হয়। এই কষ্ট সহ্য করে তাহাজ্জুদ আদায় করলে প্রবৃত্তিকে দমন করা সহজ হয়। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘নিশ্চয় ইবাদতের জন্য রাতে জাগা এমন, যা কঠিনভাবে প্রবৃত্তি দলন করে এবং যা (নিভৃতে) কথা বলার উত্তম সময়।’ (সুরা মুজজাম্মিল: ৬)
দীর্ঘ সময় ধরে প্রিয় নবী (সা.) তাহাজ্জুদ পড়তেন। এতে তাঁর পা মোবারক ফুলে যেত। আয়েশা (রা.) বলেন, ‘আল্লাহর নবী (সা.) রাতে এত বেশি নামাজ আদায় করতেন যে তাঁর পা ফেটে যেত।’ আয়েশা (রা.) মহানবী (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, আল্লাহ তাআলা তো আপনার আগের ও পরের সব ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, তবু কেন আপনি এসব করছেন?’ তিনি বললেন, ‘আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না?’ (বুখারি) এ হাদিস থেকে তাহাজ্জুদের গুরুত্ব অনুধাবন করা যায়।
মহানবী (সা.) নিজে অধিক পরিমাণে কিয়ামুল লাইল করতেন। তাহাজ্জুদের সময়ে পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন এবং সাহাবিদেরও এই নামাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, নবী (সা.) বললেন, ‘তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে। কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীলদের অভ্যাস, আল্লাহর নৈকট্য অর্জনের উপায়, গুনাহসমূহের কাফফারা এবং পাপকর্মের প্রতিবন্ধক।’ (তিরমিজি)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪