নাজিরপুরে ঘর থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুরে এক বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী (৭৫) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী।