Ajker Patrika

সড়কে ডাকাতির চেষ্টার সময় পিকআপচাপায় ‘ডাকাত’ নিহত

চাঁদপুর ও কচুয়া প্রতিনিধি
সড়কে উল্টে যাওয়া গাড়ি। ছবি: আজকের পত্রিকা
সড়কে উল্টে যাওয়া গাড়ি। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের কচুয়ায় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ডাকাতির সময় দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে জানায় পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার শিমুলতলী এলাকায় কচুয়া-গৌরীপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মহসিন (৩৮)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ঢাকা থেকে আসা মালবাহী পিকআপ ভ্যান অটোবাইকের যন্ত্রাংশ নিয়ে কচুয়া আসছিল। এ সময় ১০-১২ জনের একটি ডাকাত দল গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাঁরা পিকআপ ভ্যানচালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি উল্টে যায়। তখন ডাকাত দলের সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে।

ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যান বলে জানান কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম।

ওসি বলেন, ডাকাত দলের সদস্য মহসিন পাশের কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতেরা পালিয়ে যায়। নিহত মহসিনের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।

পিকআপচালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান। তাঁকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত