Ajker Patrika

গফরগাঁওয়ে ৩ জনের মরদেহ উদ্ধার, পুলিশের দাবি অতিরিক্ত মদ্যপানে মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভোরে তাঁদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন চরআলগী ইউনিয়নের মুদিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২), ব্রাহ্মণবাড়িয়ার নিজাম উদ্দিন (৩৮)। অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন খালার বাড়িতে বেড়াতে আসা ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ মিয়া। মাসুদ এখনো শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মুদিপাড়া গ্রামে গতকাল বুধবার রাতে খালাতো ভাই জলিলের ঘরে বসে চারজন মদ পান করেন। এদিন রাতেই চারজন অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই জলিল, মাসুদ ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর সুমনকে আজ সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জালালউদ্দিন বলেন, অসুস্থ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ একই উপসর্গ নিয়ে আসা ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অ্যালকোহল বা মদজাতীয় কিছু পান করে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে ভর্তি মাসুদ পুলিশের নজরে রয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত