গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভোরে তাঁদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন চরআলগী ইউনিয়নের মুদিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২), ব্রাহ্মণবাড়িয়ার নিজাম উদ্দিন (৩৮)। অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন খালার বাড়িতে বেড়াতে আসা ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ মিয়া। মাসুদ এখনো শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মুদিপাড়া গ্রামে গতকাল বুধবার রাতে খালাতো ভাই জলিলের ঘরে বসে চারজন মদ পান করেন। এদিন রাতেই চারজন অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই জলিল, মাসুদ ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর সুমনকে আজ সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিল চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জালালউদ্দিন বলেন, অসুস্থ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ একই উপসর্গ নিয়ে আসা ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অ্যালকোহল বা মদজাতীয় কিছু পান করে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে ভর্তি মাসুদ পুলিশের নজরে রয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভোরে তাঁদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন চরআলগী ইউনিয়নের মুদিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২), ব্রাহ্মণবাড়িয়ার নিজাম উদ্দিন (৩৮)। অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন খালার বাড়িতে বেড়াতে আসা ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ মিয়া। মাসুদ এখনো শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মুদিপাড়া গ্রামে গতকাল বুধবার রাতে খালাতো ভাই জলিলের ঘরে বসে চারজন মদ পান করেন। এদিন রাতেই চারজন অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই জলিল, মাসুদ ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর সুমনকে আজ সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিল চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জালালউদ্দিন বলেন, অসুস্থ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ একই উপসর্গ নিয়ে আসা ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অ্যালকোহল বা মদজাতীয় কিছু পান করে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে ভর্তি মাসুদ পুলিশের নজরে রয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়েরবাজার বোর্ড ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের করে।
১৭ মিনিট আগেযশোর কেন্দ্রীয় কারাগারে এনামুল হক (৫১) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
২৪ মিনিট আগেঅভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
৩৫ মিনিট আগে