Ajker Patrika

নৌ পুলিশের ৫ দিনের অভিযানে জেলেসহ গ্রেপ্তার ২২৩

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৩১
নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দসহ ২২৩ জনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত
নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দসহ ২২৩ জনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশের চলমান অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা জব্দ করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও অভিযানের সময় চারটি মরদেহ উদ্ধার করা হয়।

নৌপুলিশ জানিয়েছে, গত পাঁচ দিনে পরিচালিত এ অভিযানে ১ কোটি ২৮ লাখ ৯৪ হাজার ৭৯৫ মিটার নিষিদ্ধ জাল, ১ হাজার ৮৪৩ কেজি মাছ, ১২ লাখ ৪৬ হাজার পিস চিংড়ির রেণু পোনা এবং ১০ লাখ ৬৩ হাজার পিস রেণু পোনা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে নৌ পুলিশ নদী থেকে ৭৯টি ঝোপঝাড় ধ্বংস করে এবং বৈধ কাগজপত্র না থাকায় ৫৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করে। এ ছাড়া ৯টি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২৬টি মৎস্য আইন,৪টি বালুমহাল, ৫টি বেপরোয়া চলাচল, ৩টি চাঁদাবাজি, একটি অপমৃত্যু, একটি ডাকাতি প্রস্তুতি, একটি অস্ত্র আইন, দুটি হত্যা এবং একটি অন্যান্য মামলাসহ মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

নৌ-পুলিশ আরও জানিয়েছে, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে, উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের রেণু পোনা পুনরায় পানিতে অবমুক্ত করা হয়েছে। দেশের জলজ সম্পদ রক্ষায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত