‘সবাই পছন্দ করে এমন দল মরক্কো’
প্রস্তর যুগ থেকেই বর্তমান মরক্কো অঞ্চলে মানুষ বসবাস করছে বলে জানা যায়। ১৯৫৬ সালে স্বাধীন হওয়ার আগে দীর্ঘ সময় ওই অঞ্চলে ইংরেজ, স্প্যানিশ, পর্তুগিজ ও ফরাসিদের দখলে ছিল। বিংশ শতাব্দীর শুরুতে পরাশক্তিগুলোর বাটোয়ারায় পরিণত হয়ে আফ্রিকার দেশটি।