রঙিন সংবর্ধনায় মরক্কোর ফুটবলাররা
২০২২ কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক মরক্কো। দলটা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি, হয়নি রানার্সআপও। তবে এবারের বিশ্বকাপে মরোক্কান ফুটবলাররা যা করে দেখিয়েছেন, সেটি তাঁদের কাছে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। আর বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পর ফুটবলাররা পেয়েছেন বীরোচিত সংবর্ধনা।