Ajker Patrika

আজকের পত্রিকার চোখে বিশ্বকাপের সেরা ও ফ্লপ একাদশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৪: ০৫
আজকের পত্রিকার চোখে বিশ্বকাপের সেরা ও ফ্লপ একাদশ

সেরা একাদশ
কাতারের বিশ্বকাপে আলো কেড়েছেন অসংখ্য ফুটবলার। বিশ্বকাপের সেরা একাদশ সাজাতে খানিকটা বেগই পেতে হয়েছে। সেন্টার মিডফিল্ডার পজিশনে লুকা মদরিচের সঙ্গী হয়েছেন মরক্কোকে শেষ চারে আনার অন্যতম কারিগর সোফিয়ান আমরাবাত। আক্রমণের সঙ্গে রক্ষণের সেতুবন্ধন গড়ে দিয়েছেন মরক্কোর এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ৪-২-৩-১ ফরমেশনে লিওনেল মেসি, আঁতোয়ান গ্রিজমান ও কিলিয়ান এমবাপ্পের ওপরে স্ট্রাইকার হিসেবে কে খেলবেন তা নিয়ে খানিকটা সংশয় থাকলেও ফাইনালে সেই সংশয় দূর করে দিয়েছেন হুলিয়ান আলভারেজ। আর কোচ হিসেবে চ্যাম্পিয়ন দলের লিওনেল স্কালোনিকে তো রাখতেই হবে।

ফ্লপ একাদশ
আকাশসমান প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিলেন বিভিন্ন দলের তারকারা। কেউ কেউ দল নিয়ে প্রথম রাউন্ডের বাধাও পার হতে পারেননি। দলের ব্যর্থতার দায় ও নিজেদের সামর্থ্য ও শক্তির বিচারে তাঁরা পারেননি নিজেদের সেরাটা খেলতে। ব্যক্তিগত অর্জনের দিক থেকে তাঁদের অর্জন যথেষ্ট উজ্জ্বল হলেও কাতার বিশ্বকাপে সেই ঝলক দেখাতে পারেননি। সেসব তারকাকে নিয়ে গড়া হয়েছে কাতার বিশ্বকাপের ফ্লপ একাদশ। আর এই একাদশের কোচ হিসেবে আসতে পারতেন জার্মানির হান্সি ফ্লিক কিংবা বেলজিয়ামের রবার্তো মার্তিনেজও। কিন্তু কৌশল আর নানা ঘটনায় আলোচিত এনরিকেকেই রাখতে হচ্ছে ফ্লপ একাদশের কোচ হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত