Ajker Patrika

মাঠের লড়াইয়ের আগেই সংঘর্ষে জড়াল ফ্রান্স-মরক্কোর সমর্থকেরা, পুলিশের টিয়ার গ্যাস

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৮: ৫৪
মাঠের লড়াইয়ের আগেই সংঘর্ষে জড়াল ফ্রান্স-মরক্কোর সমর্থকেরা, পুলিশের টিয়ার গ্যাস

কাতার বিশ্বকাপ-২০২২ উপহার দিচ্ছে একের পর এক চমকের। তবে এটি হৃদয়ভাঙার গল্পও বটে। গত রাতে রোনালদোর পর্তুগালকে কাঁদিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দেশ হিসেবে সেমিফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করেছে মরক্কো। 

এবারের আসরে একেবারেই ভিন্ন এক মরক্কোকে চিনছে বিশ্ব। অপ্রতিরোধ্য মরক্কোর সামনে এবার বাধা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৫ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। দুই দল মাঠে মুখোমুখি হওয়ার আগেই উত্তাপ ছড়িয়েছে সমর্থকদের মধ্যে।

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সরোববার (১১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে প্যারিসের চ্যাম্পস-এলিসিসে সেমিফাইনালে কোয়ালিফাই হওয়ার আনন্দ উদ্‌যাপন করছিলেন ফ্রান্স ও মরক্কোর সমর্থকেরা। এ সময় তাঁরা সংঘর্ষে জড়ান। পরে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি শান্ত করে। 

প্যারিসের চ্যাম্পস-এলিসিসে মুখোমুখি মরক্কো ও ফ্রান্সের দর্শকেরারয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মরক্কো-পর্তুগাল মধ্যকার ম্যাচের পরপরই মরক্কোর হাজার হাজার সমর্থক প্যারিসের বিখ্যাত চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউতে জাতীয় পতাকা হাতে জড়ো হন। তাঁরা নেচে-গেয়ে বিজয় উদ্‌যাপন করতে থাকেন। পরে রাতের আরেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর ফ্রান্সের সমর্থকেরাও একই জায়গায় বিজয় উদ্‌যাপন করতে জড়ো হন। পরে মরক্কো-ফ্রান্স সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। 

রয়টার্সের ফুটেজে সংঘর্ষ থামাতে পুলিশকে টিয়ার গ্যাসের শের ছুড়তে দেখা যায়। কিছু উত্তেজিত সমর্থক দোকানপাট ভাঙচুর করে। চ্যাম্পস-এলিসিসের নিকটবর্তী অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডেও এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত