Ajker Patrika

পর্তুগিজ কোচকে একহাত নিলেন রোনালদোর বান্ধবী 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৯: ৩৯
পর্তুগিজ কোচকে একহাত নিলেন রোনালদোর বান্ধবী 

কোয়ার্টার ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই পর্তুগালের মূল একাদশ সাজিয়েছিলেন ফার্নান্দো সান্তোস। আর মরক্কোর বিপক্ষে হারার পর সান্তোসের ওপর রাগ ঝেড়েছেন জর্জিনা রদ্রিগেজ। রোনালদোর বান্ধবীর মতে, বিশ্বের সেরা খেলোয়াড়কে তিনি বিবেচনা করেননি।

গতকাল আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে পুরোটা বেঞ্চে বসে কাটিয়েছেন। ৫১ মিনিটে রুবেন নেভেসকে বসিয়ে রোনালদোকে মাঠে নামানো হয়। গতকাল মরক্কোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে কাঁপিয়ে দিয়েছিলেন মরক্কোর রক্ষণভাগ। তবে গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে শেষ আটেই থেমে যায় পর্তুগালের এবারের বিশ্বকাপ অভিযান। 

রোনালদোকে মূল একাদশে না নামানোয় সান্তোসের দিকে আঙুল তুললেন জর্জিনা। ইনস্টাগ্রামে সান্তোসের কঠোর সমালোচনা করে রোনালদোর বান্ধবী বলেন, ‘আপনারা যখন দেখলেন, খেলা ঘুরে যাচ্ছে, তখন তাকে নামানো হলো। সত্যিই খুব দেরি হয়ে গেল। আপনি বিশ্বের সেরা খেলোয়াড়কে এড়িয়ে যেতে পারেন না। সে দলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাকে অবমূল্যায়ন করতে পারেন না। আপনি এমন কারো পক্ষে দাঁড়াতে পারবেন না যে এটির যোগ্যও নয়। জীবন আমাদের শিক্ষা দেয়।’

আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড করে ফেললেন রোনালদো। কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়া এবং রোনালদো দুজনেই সমান ১৯৬ ম্যাচ করে খেলেছেন। আর আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড তো আগে থেকেই পর্তুগিজ এই তারকার। পর্তুগালের জার্সিতে ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২২ ম্যাচে করেছেন ৮ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত