Ajker Patrika

একটা বিশ্বকাপ না থাকার ‘আক্ষেপ’ রোনালদোর 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৪: ৪০
একটা বিশ্বকাপ না থাকার ‘আক্ষেপ’ রোনালদোর 

খেলোয়াড়ি জীবনে ক্রিস্টিয়ানো রোনালদো অর্জন করেছেন অনেক কিছুই।  ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—সবখানেই রোনালদোর জয়জয়কার। বাকি ছিল শুধু বিশ্বকাপটাই। গতকাল মরক্কোর কাছে ১-০ গোলে হেরে রোনালদোর বিশ্বকাপ-যাত্রা থেমে গেছে কোয়ার্টার ফাইনালেই। এই বিশ্বকাপ না জেতার আক্ষেপ পর্তুগিজ এই তারকা ফুটবলারের। 

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর প্রথম সাফল্য আসে ২০১৬ সালে। ফ্রান্সকে হারিয়ে ইউরো জেতে পর্তুগাল। ২০১৮-১৯ উয়েফা ন্যাশনস লিগ জিতেছেন রোনালদো। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। আর ক্লাব ফুটবলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পাঁচবার। চারবার জিতেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে, একবার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

প্রিমিয়ার লিগ জিতেছেন তিনবার, আর লা-লিগার শিরোপা জিতেছেন দুবার। এবারের বিশ্বকাপই যে রোনালদোর শেষ বিশ্বকাপ, তা অনুমান করা গিয়েছিল আগেই। যেখানে রোনালদোর শিরোপা জয়ের স্বপ্নে বাদ সেধেছে মরক্কো।

কোয়ার্টার ফাইনালে হেরে টানেলের ভেতর দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন রোনালদো। এই বিশ্বকাপ না জেতার আক্ষেপের কথা তিনি জানিয়েছেন। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘ইতিহাসের পাতায় অনেক রেকর্ডই থাকবে। তবে অবশ্যই একটা বিশ্বকাপ ট্রফি ক্যাবিনেটে থাকলে মন্দ হতো না। সেটা ছিল স্বপ্ন।’ 

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড আগেই ভেঙে ফেলেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২২ ম্যাচে করেছেন ৮ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে।   ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল, ২২৩ গোলে করেছেন অ্যাসিস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত