একই রাতে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স ও মরক্কো। আগামী বুধবার দোহার আল বায়েত স্টেডিয়ামে শেষ চারের লড়াইয়ে দেখা হচ্ছে এই দুই দলের।
এটা শুধু ফ্রান্স ও মরক্কোর ম্যাচ নয়, লড়াই হবে দুই বন্ধু আশরাফ হাকিমি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যেও। গতকাল আল-থুমামা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আটলাস লায়ানরা।
শেষ চার নিশ্চিত করার পর এমবাপ্পেকে মেনশন করে আশরাফ হাকিমি টুইটে লিখেছেন, ‘খুব দ্রুতই তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধু।’
হাকিমি-এমবাপ্পের বন্ধুত্বের কথা সবারই জানা। ফারাসি ক্লাব পিএসজির হয়ে খেলছেন দুজনে। গত গ্রীষ্মকালীন দলবদলে এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন এবং পরে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলেন, তখন ক্লাবটির কোচের দায়িত্বে থাকা মাউরিচিও পচেত্তিনো বলেছিলেন, এমবাপ্পের সিদ্ধান্তের কথা তিনি জানেন না। চুক্তি করার একটু আগেও তিনি জানতেন না—এমবাপ্পে থাকছেন নাকি যাচ্ছেন। পচেত্তিনো বলেছিলেন, এমবাপ্পের সিদ্ধান্তের কথা একমাত্র হাকিমি ছাড়া কেউ জানতো না।
হাকিমির টুইটের রিপ্লাই দিতেও অবশ্য দেরি করেননি বন্ধু এমবাপ্পে। তিনটি ‘লাভ রিয়েক্ট’ দিয়ে হাকিমিকে মেনশন করেছেন। এই বিশ্বকাপে ৪ ম্যাচে ৫ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। হাকিমির টুইটে মন্তব্য না করে, মাঠের লড়াইয়ের অপেক্ষায় তিনি।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। কিন্তু গতকাল ম্যাচটিতে এমবাপ্পেকে ত্রাস ছড়ানোর সুযোগ দেননি ইংলিশ রাইট-ব্যাক কাইল ওয়াকার। সেমিতে এই লেফট উইঙ্গার এমবাপ্পেকে বোতলবন্দী করার বড় দায়িত্ব থাকবে মরক্কোর রাইট-ব্যাক হাকিমির ওপর। হাকিমি ভালোভাবে দায়িত্ব পালন করলে, ফ্রান্সেরও কঠিন পরীক্ষা হতে পারে আফ্রিকার দলটির বিপক্ষে।
বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় করেছে মরক্কো। ইতিহাস গড়া দলটির সামনে হাতছানি দিচ্ছে আরও ইতিহাস।
একই রাতে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স ও মরক্কো। আগামী বুধবার দোহার আল বায়েত স্টেডিয়ামে শেষ চারের লড়াইয়ে দেখা হচ্ছে এই দুই দলের।
এটা শুধু ফ্রান্স ও মরক্কোর ম্যাচ নয়, লড়াই হবে দুই বন্ধু আশরাফ হাকিমি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যেও। গতকাল আল-থুমামা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আটলাস লায়ানরা।
শেষ চার নিশ্চিত করার পর এমবাপ্পেকে মেনশন করে আশরাফ হাকিমি টুইটে লিখেছেন, ‘খুব দ্রুতই তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধু।’
হাকিমি-এমবাপ্পের বন্ধুত্বের কথা সবারই জানা। ফারাসি ক্লাব পিএসজির হয়ে খেলছেন দুজনে। গত গ্রীষ্মকালীন দলবদলে এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন এবং পরে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলেন, তখন ক্লাবটির কোচের দায়িত্বে থাকা মাউরিচিও পচেত্তিনো বলেছিলেন, এমবাপ্পের সিদ্ধান্তের কথা তিনি জানেন না। চুক্তি করার একটু আগেও তিনি জানতেন না—এমবাপ্পে থাকছেন নাকি যাচ্ছেন। পচেত্তিনো বলেছিলেন, এমবাপ্পের সিদ্ধান্তের কথা একমাত্র হাকিমি ছাড়া কেউ জানতো না।
হাকিমির টুইটের রিপ্লাই দিতেও অবশ্য দেরি করেননি বন্ধু এমবাপ্পে। তিনটি ‘লাভ রিয়েক্ট’ দিয়ে হাকিমিকে মেনশন করেছেন। এই বিশ্বকাপে ৪ ম্যাচে ৫ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। হাকিমির টুইটে মন্তব্য না করে, মাঠের লড়াইয়ের অপেক্ষায় তিনি।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। কিন্তু গতকাল ম্যাচটিতে এমবাপ্পেকে ত্রাস ছড়ানোর সুযোগ দেননি ইংলিশ রাইট-ব্যাক কাইল ওয়াকার। সেমিতে এই লেফট উইঙ্গার এমবাপ্পেকে বোতলবন্দী করার বড় দায়িত্ব থাকবে মরক্কোর রাইট-ব্যাক হাকিমির ওপর। হাকিমি ভালোভাবে দায়িত্ব পালন করলে, ফ্রান্সেরও কঠিন পরীক্ষা হতে পারে আফ্রিকার দলটির বিপক্ষে।
বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় করেছে মরক্কো। ইতিহাস গড়া দলটির সামনে হাতছানি দিচ্ছে আরও ইতিহাস।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
১ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
২ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৩ ঘণ্টা আগে