ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন নাঈম শেখ। ওয়ানডেতে ফিরেছেন সৌম্য সরকার।
আবুধাবিতে পরশু রাতে তৃতীয় ওয়ানডেতে ২০০ রানে হেরে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। আফগান সিরিজের সেই ম্যাচেই শুধু খেলার সুযোগ পেয়েছিলেন নাঈম শেখ। ২৪ বলে করেছিলেন ৭ রান। আফগান শেষে ঘরের মাঠে বাংলাদেশ এখন আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। উইন্ডিজ সিরিজের জন্য বিসিবি আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। নাঈমকে বাদ দেওয়া হয়েছে। এই সিরিজ দিয়ে ওয়ানডেতে সৌম্য সরকার। তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে।
যথারীতি মেহেদী হাসান মিরাজই থাকছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের অধিনায়ক। চমক এখানে মাহিদুল ইসলাম অঙ্কন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনি একটা টেস্ট খেলেছেন। সেই টেস্ট খেলেছেন গত বছরের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং লাইনআপে তানজিদ হাসান তামিম, সৌম্য, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, সাইফ হাসান, নুরুল হাসান সোহান ও অঙ্কন। যাঁদের মধ্যে সোহান, জাকের এবং অঙ্কন উইকেটরক্ষক ব্যাটার। স্পিন আক্রমণে অলরাউন্ডার মিরাজের সঙ্গে থাকছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ।
ইনিংসের শেষের দিকে ঝোড়ো ব্যাটিংয়ে সুখ্যাতি রয়েছে শামীম হোসেন পাটোয়ারীর। ফিল্ডিংয়ে তিনি দুর্দান্ত। কয়েক ওভার বোলিংও তিনি করতে পারেন। তিনিও আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। জাকের-সোহানরা তো মিডল অর্ডারে আছেনই। তাছাড়া টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান খণ্ডকালীন স্পিনার হিসেবে দারুণ কার্যকরী। উইন্ডিজ সিরিজে আছেন চার পেসার মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে উইন্ডিজ সিরিজ জেতে, তাহলে ৯ নম্বরে উঠবে বাংলাদেশ। ১৮, ২১ ও ২৩ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সব ম্যাচই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন নাঈম শেখ। ওয়ানডেতে ফিরেছেন সৌম্য সরকার।
আবুধাবিতে পরশু রাতে তৃতীয় ওয়ানডেতে ২০০ রানে হেরে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। আফগান সিরিজের সেই ম্যাচেই শুধু খেলার সুযোগ পেয়েছিলেন নাঈম শেখ। ২৪ বলে করেছিলেন ৭ রান। আফগান শেষে ঘরের মাঠে বাংলাদেশ এখন আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। উইন্ডিজ সিরিজের জন্য বিসিবি আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। নাঈমকে বাদ দেওয়া হয়েছে। এই সিরিজ দিয়ে ওয়ানডেতে সৌম্য সরকার। তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে।
যথারীতি মেহেদী হাসান মিরাজই থাকছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের অধিনায়ক। চমক এখানে মাহিদুল ইসলাম অঙ্কন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনি একটা টেস্ট খেলেছেন। সেই টেস্ট খেলেছেন গত বছরের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং লাইনআপে তানজিদ হাসান তামিম, সৌম্য, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, সাইফ হাসান, নুরুল হাসান সোহান ও অঙ্কন। যাঁদের মধ্যে সোহান, জাকের এবং অঙ্কন উইকেটরক্ষক ব্যাটার। স্পিন আক্রমণে অলরাউন্ডার মিরাজের সঙ্গে থাকছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ।
ইনিংসের শেষের দিকে ঝোড়ো ব্যাটিংয়ে সুখ্যাতি রয়েছে শামীম হোসেন পাটোয়ারীর। ফিল্ডিংয়ে তিনি দুর্দান্ত। কয়েক ওভার বোলিংও তিনি করতে পারেন। তিনিও আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। জাকের-সোহানরা তো মিডল অর্ডারে আছেনই। তাছাড়া টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান খণ্ডকালীন স্পিনার হিসেবে দারুণ কার্যকরী। উইন্ডিজ সিরিজে আছেন চার পেসার মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে উইন্ডিজ সিরিজ জেতে, তাহলে ৯ নম্বরে উঠবে বাংলাদেশ। ১৮, ২১ ও ২৩ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সব ম্যাচই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন
বছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
২ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
২ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
২ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
৩ ঘণ্টা আগে